ওভালে ফয়সালা! ডু-অর-ডাই ম্যাচে বুমরা আদৌ খেলবেন? চলে এল মেডিক্যাল টিমের বিরাট আপডেট!

সংবাদ সংস্থা, ৩১ জুলাই :- ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে (England vs India 2025) আপাতত ১-২ ব্যবধানে পিছিয়ে ভারত। বৃহস্পতিবার থেকে ওভালে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টের শুভারম্ভ হয়। এই টেস্ট জিতলেই শুভমন গিলরা (Shubman Gill) কিন্তু অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি (Anderson-Tendulkar Trophy) ২-২ করে ভারতে ফিরতে পারবে। এখন প্রশ্ন ওভালে কি বল হাতে আগুন জ্বালতে দেখা যাবে বিশ্বের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। ওভাল কি দেখবে বুম..বুম…ম্যাজিক? ইএসপিএনক্রিকইনফোর রিপোর্ট বলছে যে, বিসিসিআই মেডিক্যাল টিম কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। ওভালে বুমরাকে ছাড়াই প্রথম একাদশ বেছে নেবে ভারত! বুমরার দীর্ঘমেয়াদী সম্ভাবনার কথা মাথায় রেখেই বিসিসিআই-কে কড়া হতে হয়েছে। বুমরাকে পিঠের চোট বারবার কাবু করেছে। বিসিসিআই তাই চাইছে, বুমরার উপর কোনও চাপ না দিতে। বুমরার কেরিয়ারের কথা ভেবেই বোর্ড তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। বুমরার বিকল্প নাকি বেছে নিয়েছে ভারত।