সিনিয়র মহিলা ক্রিকেটে ভাঁটার টান, কাল হলো অবিরাম বর্ষণ পন্ড ৪ ম্যাচ, ৯ উইকেটে জয়ী ধর্মনগর

উৎসর্গ রায়, আগরতলা ১৫ জুলাই :- বেশ কিছুদিন স্থগিত রাখার পর ফের যখন শুরু হলো রাজ্যভিত্তিক সিনিয়র মহিলাদের ক্রিকেট টুর্নামেন্ট তখন আবার সেই বৃষ্টির থাবা। অবিরাম বৃষ্টি কাল হলো সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্ট এর।
সোমবার মহিলাদের রাজ্য ক্রিকেটে শেষ ৫টি ম্যাচ হওয়ার – কথা থাকলেও মাত্র একটা ম্যাচই অনুষ্ঠিত হয়। চার জায়গায় – চারটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। নিয়ম অনুসারে ওই – চারটি ম্যাচ রিজার্ভ ডে-তে পরদিন হবে। তবে আগামীকাল – রিজার্ভ ডে-তে কি ২২ গজে বল পড়বে? এই আশঙ্কাই বেশি থাকছে অংশগ্রহণকারী দলের ক্রিকেটার ও ক্রিকেট মহলের।

এমবিবি স্টেডিয়ামে আজ সদর ও খোয়াইয়ের ম্যাচ ছিল। বৃষ্টির জন্য মাঠে নামতে পারেনি কেউ। পিচ কভার – একবারের জন্যও তোলা সম্ভব হয়নি মাঠ কর্মীদের। – তালতলা মাঠে বিশালগড় ও মোহনপুরের ম্যাচটিও বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। উদয়পুরের জামজুরি মাঠে উদয়পুর ও শান্তিরবাজারের মধ্যে ম্যাচ ছিল। তবে এই মাঠেও যে দিনের খেলাটি হবে না তা দু-দলের ক্রিকেটার ও কর্মকর্তারাও বুঝে যান।

একইভাবে মেলাঘরের শহিদ কমল স্মৃতি ময়দানে সাক্রম বনাম সোনামুড়ার ম্যাচটিও বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায়। তবে আগরতলার এমবিবি, উদয়পুর, মেলাঘরে ম্যাচ না হলেও নরসিংগড়ের টিআইটি মাঠে কিন্তু ম্যাচ হয়। যেখানে ধর্মনগরের মহিলা ক্রিকেটাররা কৈলাসহরকে হারিয়ে জয় তুলে। ৯ উইকেটের বড় ব্যবধানেই ধর্মনগর ম্যাচ জিতে নেয়। বৃষ্টির জন্য এই ম্যাচটি এক সময় ৩৪:৩৪ ওভারে করার চূড়ান্ত হয়।

কৈলাসহর প্রথম ব্যাট করে ১২.৪ ওভারে মাত্র ২৩ রানই তুলতে পারে। ধর্মনগরের রীতিকা কানু (৪.৪-২-৪-৪), সুস্মিতা তেলি (৪-১-১-২), পৌলমী পাল (২-০-৪-১) ও প্রিয়া সাহাদের (২-১-২-১) আঁটোসাঁটো বোলিংয়ের সামনে কৈলাসহরের ব্যাটিং লাইন বালির বাঁধের মতো ভেঙে পড়ে।

কৈলাসহরের ইনিংসে ৮ জনই রানের খাতা খুলতে পারেনি। অতিরিক্ত ১৯ অম্বতি দাসের ৩ (২১), রিয়া দে ১ (৪) সৌজন্যে ১২.৪ ওভারে স্কোর পৌঁছে মাত্র ২৩ রানে। একসময় ৮ রানে ৬ উইকেট ছিল কৈলাসহরের। যা টিসিএর মহিলা ক্রিকেট বিপ্লবের এই নমুনা নি:সন্দেহে কপালে চোখ উঠার মতোই।

ধর্মনগর পরে রুস্মিতা দেবনাথের ০(১) উইকেট হারিয়ে ৩.৩ ওভারেই এক উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। পুষ্পা সিন্‌হা (২) ও অর্পিতা দেবনাথ (৮) অপরাজিত থাকে। অতিরিক্ত ১৫। ধর্মনগরের একমাত্র উইকেটটি লাভ করেন মাম্পি বেগম।

সবমিলিয়ে প্রকৃতির তাণ্ডব সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টে কিছুটা ভাঁটার টান এনে দিল। ব্যাঘাত ঘটালো দর্শকদের।