ভারতের তারকা ক্রিকেটারের স্ত্রীকে নিয়ে সেভাবে চর্চা হয় না, তবে তাঁর প্রোফাইল মাথা ঘুরিয়ে দেবে। রইল মিতালি পারুলকরের বায়োডেটা
সংবাদ সংস্থা, ৩১ জুলাই :- ব্যাট-বলে অলরাউন্ড পারফরম্যান্সে বারবার চিনিয়েছেন জাত। সে ঘরোয়া হোক আর আন্তর্জাতিক। দেশের তারকা ক্রিকেটার শার্দূল ঠাকুর (Shardul Thakur) বর্তমানে ইংল্যান্ডে। টেস্ট সিরিজে রয়েছেন ভারতীয় দলে। তবে শার্দূলের স্ত্রী মিতালি পারুলকরকে (Mittali Parulkar) নিয়ে সেভাবে কিন্তু চর্চা হয় না। কিন্তু তাঁর প্রোফাইল আপনাকে চমকে দেবে। এই প্রতিবেদনে চোখ বুলিয়ে জেনে নিন শার্দূলের স্ত্রী কে এবং কী তাঁর পরিচয়। সৌন্দর্যে মডেলকেও মানাবেন হার। নেটপাড়ায় হাজার হাজার ফলোয়ার্স তাঁর। আর সম্পত্তির পরিমাণ! শার্দূলের স্ত্রী মিতালি পারুলকরের জন্ম ১৯৯৩ সালের ১১ ডিসেম্বর মহারাষ্ট্রের কোলপুরে। তাঁর বাবা ব্যবসায়ী এবং মা গৃহবধূ। মিতালি মুম্বইয়ের মিথিবাই কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং কর্পোরেট ফিনান্সে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে।