১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেট ফিরছে ঠিকই, তবে কপাল পুড়ছে বাংলাদেশ-পাকিস্তান ছাড়াও একাধিক দেশের। চলে এল বিরাট আপডেট!
সংবাদ সংস্থা, ৩১ জুলাই :- ২০২৮ সালে অনুষ্ঠিত হতে চলেছে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স (LA Olympics 2028)। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দেশে ১৪-৩০ জুলাই চলবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ (Greatest Show On Earth)। খাতায়-কলমে মাল্টি স্পোর্টসের সবচেয়ে বড় ইভেন্টে শুরু হতে এখনও বছর তিনেক বাকি। তবে উত্তেজনার আঁচ কিন্তু একটু একটু করে বেড়েই চলেছে। এবার অলিম্পিক্সে থাকবে মোট ৩১টি খেলা এবং ৩৫১টি পদক ইভেন্ট। ফ্ল্যাগ ফুটবল, বেসবল/সফটবল, ল্যাক্রোস এবং স্কোয়াশের মতো যেমন নতুন খেলা যুক্ত হচ্ছে। তেমনই ফিরছে ক্রিকেট। বিশ্ব জুড়ে ব্যাপক আবেদন এবং যুব সম্পৃক্ততার কারণেই এই ৫ স্পোর্টস নির্বাচিত হয়েছে। গত এপ্রিলেই এই খবর নিশ্চিত করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ওরফে আইওসি।