যুব বিচিত্রা প্রতিনিধি, আগরতলা ৩১ জুলাই :- ধর্মীয় অরাজনৈতিক সংগঠন সনাতনী হিন্দু সেনার ১ম প্রতিষ্ঠা দিবসের উদযাপন প্রস্তুতি চূড়ান্ত। এতদুপলক্ষ্যে ২রা আগস্ট মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে আয়োজন করা
হয়েছে। সেখানে ১৪৭ জন দিব্যাঙ্গ ভাই বোনকে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হবে উক্ত সংস্থা র পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী সুধাংশু দাস মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্ট রা।বুধবার আগরতলা প্রেসক্লাবে
একথা জানায় সনাতনী হিন্দু সেনার রাজ্য সভাপতি তাপস মজুমদার।