পৌর নিগমের উদ্যোগে নতুন দিশায় শিলচর বাজার সংস্কার

জনসংযোগ শিলচর, ২৪জুলাই :- শিলচরের বাণিজ্যকেন্দ্রিক প্রাণকেন্দ্রগুলিকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিকল্পিত রূপে গড়ে তুলতে এবার সরব হল শিলচর পৌর নিগম (SMC)। দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনার গাফিলতি, যানজট ও অনিয়ন্ত্রিত ফুটপাত ব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানালেন শিলচর পৌর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত শ্রীমতি সৃষ্টী সিং, (আইএএস)।

বৃহস্পতিবার পৌর ভবনের কনফারেন্স হলে এক উচ্চপর্যায়ের বৈঠকে বাজার ব্যবসায়ী সমিতি, পৌর আধিকারিক এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষরা মিলিত হয়ে বাজারের বর্তমান অবস্থার উপর পর্যালোচনা সভা করেন। বৈঠকের নেতৃত্বে ছিলেন পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টী সিং, যাঁর সর্বজনগ্রাহ্য নেতৃত্ব এবং সহযোগিতামূলক মনোভাব ইতিমধ্যেই শহরবাসীর প্রশংসা কুড়িয়েছে।

সভায় পৌর নিগমের আয়ুক্ত বলেন, “আমাদের বাজারগুলি কেবল কেনাবেচার স্থান নয় এগুলি হল শিলচরের অর্থনীতি ও সংস্কৃতির প্রাণস্বরূপ। এই জায়গাগুলিকে পরিচ্ছন্ন ও চলাচলের উপযোগী রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব। আজ আমরা দোষারোপ করতে নয়, বরং একসঙ্গে দায়িত্ব নিতে এসেছি ব্যবসায়ী, দোকানদার, প্রশাসন ও নাগরিকরা মিলে একসঙ্গে এগিয়ে চলার দিন আজ।”

তিনি আরও বলেন, অপরিকল্পিত আবর্জনা ফেলা, অনধিকার চিহ্নিত দখল এবং বিশৃঙ্খল পার্কিং শুধু জনসাধারণকে সমস্যায় ফেলে না, বরং আমাদের শহরের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করে। এই প্রচেষ্টা শুধুমাত্র একদিনের পরিস্কার অভিযানে সীমাবদ্ধ থাকবে না বরং এটি হবে একটি দীর্ঘস্থায়ী ও মনোসংযমভিত্তিক সংস্কার।

বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিস্তারিত ভাবে আলোচনা হয় বিশেষত বাজার এলাকার খোলামেলা বর্জ্য ফেলা, যার ফলে দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। এছাড়া, ব্যস্ত সময়ে যানজট ও পথচারীদের চলাচলে সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ফুটপাত ব্যবসার অনিয়ন্ত্রিত বিস্তারও আলোচ্য বিষয় ছিল, যেখানে জীবিকাকে ক্ষতিগ্রস্ত না করে নীতিগতভাবে শৃঙ্খলা আনার প্রস্তাব ওঠে।

আয়ুক্ত, সৃষ্টি সি আশ্বস্ত করেন যে, প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে শিলচর পৌর নিগম সর্বতোভাবে সহযোগিতা করবে। তবে বাজার সমিতিকেও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োগের স্তরে সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি সম্মিলিত পরিদর্শন, পরিচ্ছন্নতা টাস্ক ফোর্স গঠন এবং নির্ধারিত ভেন্ডিং ও পার্কিং অঞ্চল চিহ্নিত করার প্রস্তাব দেন।

“এই সভা আমাদের উদ্যোগের প্রথম ধাপ মাত্র। নিয়মিত পর্যবেক্ষণ ও পর্যালোচনা চলবে। আজ যে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলির বাস্তবায়ন সময়মতো নিশ্চিত করা হবে,” এমনই দৃঢ় বার্তা দেন আয়ুক্ত সৃষ্টী সিং।

সভায় উপস্থিত সকলে পৌর নিগমের আয়ুক্ত শ্রীমতী সৃষ্টি সিং এর ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। সকলে সম্মত হন যে, এখন সময় এসেছে আন্তরিকতা ও গতি সহকারে কাজ শুরু করার। বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা ও ট্রাফিক নিয়ন্ত্রণে যুক্ত বিভাগগুলিকে নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, সভায় পৌর নিগমের নির্বাহী আধিকারিক শ্রী নবোত্তম শর্মাও উপস্থিত ছিলেন।

এই উদ্যোগকে শিলচরের শহর প্রশাসনের ক্ষেত্রে এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন অনেকেই। পরিকল্পনা, অংশগ্রহণ ও কার্যকরী বাস্তবায়নের এই মডেল নতুন করে প্রমাণ করছে যে সুশাসন কেবল নিয়ম আর নির্দেশিকা নয়, বরং সময়োচিত শ্রবণ, কর্মক্ষমতা ও ভবিষ্যতের স্পষ্ট দিশা।

এই অভিযান যেন রূপ নেয় এক স্থায়ী রূপান্তরে শহরবাসীর এই আশা, আর সেই আশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আয়ুক্ত সৃষ্টী সিং ও তাঁর প্রশাসনিক দল, যারা নাগরিকদের পাশে থেকে এগিয়ে চলেছেন শিলচরকে আরও সুন্দর, পরিপাটি ও গর্বের শহর করে তুলতে।