পুলিশ আধিকারীক লিভ ইন পার্টনারকে নৃশংস খুন সিআরপিএফ জওয়ানের! প্রেমে হিংসাত্মক ঘটনা, খুন করে আত্মসমর্পণ থানায়

সংবাদ সংস্থা,২০ জুলাই :- লিভ ইন পার্টনার কে নৃশংস খুন সিআরপিএফ জওয়ান এর,পরে পুলিশের কাছে আত্মসমর্পণ। রাগের মাথায় প্রেমিকের মাকে তুলে অবমাননাকর মন্তব্য প্রেমিকার। তারপর সপ্তমে ওঠে ঝগড়ার ঝাঁজ। তুমুল ঝগড়ার মাঝে পুলিশ অফিসার প্রেমিকার গলা টিপে খুন করে সিআরপিএফ জওয়ান প্রেমিক। তারপর নিজেই কর্মরত প্রেমিকার থানায় গিয়ে আত্মসমর্পন করে সে।লিভ ইন পার্টনারকে হাড়হিম খুন। তারপর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পন করল খুনি প্রেমিক। ভয়াবহ ঘটনাটি ঘটে, গুজরাতের কচ্ছতে। ২০২১ সালে ইনস্টাগ্রামে আলাপ ২৫ বছরের অরুণাবেন এবং তার সঙ্গী দিলীপের। অরুণা পেশায় একজন পুলিস অফিসার। আঞ্জার পুলিস স্টেশনের অরুণা এএসআই। ও তার সঙ্গী দিলীপ একজন সিআরপিএফ কনস্টেবল, মণিপুরে সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্সে (CRPF) সে কর্মরত। সোশ্যাল মিডিয়ায় পরিচিতির পর তারা একে অপরের প্রেমে পড়ে। তারপর থেকে একসঙ্গে থাকা শুরু করেন।অবশ্যে প্রেমিকের হিংসাত্মক কাণ্ডে ছিঃ পড়েছে প্রেমে। সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের।