যুব বিচিত্রা প্রতিনিধি, ২০ জুলাই :- গত ১৭ জুলাই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠে আলাস্কা উপকূল। আমেরিকার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেল ৭.৩ গত সপ্তাহেই প্রবল ভূমিকম্পে কেঁপে ছিল আলাস্কা। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৩। এবার ৩টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের উপকূল। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫। ওই কম্পনের জেরে রাশিয়া ও হাওয়াইয়ের এক বিরাট অঞ্চলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ওই কম্পনে কেঁপে ওঠে রাশিয়ার কাম চাটকা অঞ্চল। মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল ওই কম্পনের স্থল। এটি প্রথম টের পায় জার্মান রিসার্ট সেন্টার ফর জিওসায়েন্স। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকেও ৭.৫ মাত্রার ভূমিকম্পের কথা বলা হয়। একদিন আগেই ওই এলাকায় দুটি ভূমিকম্প হয়। একটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ মাত্রা এবং অন্যটি ছিল রিখটার স্কেলে ৬.৭ মাত্রার। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বলা হয়েছে ৭.৫ মাত্রার যে ভূমিকম্প হয়েছে তাতে কম্পনের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে শক্তিশালী সুনামি তৈরি হতে পারে। সেই সুমামির আওতায় চলে আসতে পারে রাশিয়া ও হাওয়াইয়ের কিছু অঞ্চল। পরিস্থিতির কথা মাথায় রেখে উপকূলবর্তী এলাকাগুলির উপরে নজর রাখছে আমেরিকা। উল্লেখ্য, গত ১৭ জুলাই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠে আলাস্কা উপকূল। আমেরিকার ন্যাশশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেল ৭.৩। ওই ভূমিকম্পের পর সুনামির সতর্কবার্তা দিয়েছে আমেরিকার সুনামি ওয়ার্নিং সিস্টেম। কম্পনের উণসহ ছিল মাটি থেকে ৩৬ কিলোমিটার গভীরে। ফলে তার আফটার শকে সুনামি হতে পারে বলে জানানো হয়। আলাস্কার ওই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা। এখানে কমপক্ষে ১৩০টি ঘুমন্ত আগ্নেয়গিরিও রয়েছে। ফলে সেসব যে কোনও সময় জেগে উঠতে পারে।
পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠল উপকূল, ভয়াল সুনামি কি গিলে নেবে পুতিনের দেশের বিশাল অঞ্চল ?
