অমরনাথ ও পহেলগাঁও যাত্রায় অনিশ্চয়তা, প্রকৃতির তাণ্ডব বিশাল ধ্বসে মৃত্যু পুণ্যার্থীর

যুব বিচিত্রা প্রতিনিধি, নতুন দিল্লি ১৮ জুলাই :- পর্যটন শিল্পের অন্যতম কেন্দ্র পহেলগাঁও অন্যদিকে বাবা ভোলানাথ এর আধ্যাত্মিক পিঠ অমরনাথ। শ্রাবণ মানেই শিব দেবতার জন্ম মাস। বাবা র ভক্তরা মহাদেব এর মাথায় জল চড়াতে প্রতিবারের মতো এবারও ও শুরু করেছে অমরনাথ যাত্রা। অনেকে দীর্ঘ মাস আগে থেকেই পায়ে হেঁটে যাত্রা শুরু করেছে। কিন্তু বর্তমানে আবহাওয়া প্রচণ্ড খারাপ। ভয়ংকর বৃষ্টিপাত হচ্ছে। প্রকাণ্ড প্রকাণ্ড ধ্বস নামছে। এবার অমরনাথ যাত্রায় একটিই দুঃখজনক ঘটনা ঘটেছে। যা হলো বুধবার, ১৬ জুলাই সন্ধেবেলায় বালতাল রুটে এরকমই এক ভয়ংকর ধ্বসের কবলে পড়ে তীর্থ যাত্রীর একটি দল। এতে এক মহিলা তীর্থযাত্রী মারা যান। ”ইন্ডিয়া’জ মোচ-অ্যাওয়েটেড পিলগ্রিমেজ”, ”ইন্ডিয়া’জ মোস্ট রেভার্ড হিন্দু পিলগ্রিমেজ”, ‘ওয়ান্স-ইন-আ-লাইফটাইম স্পিরিচ্যুয়াল এক্সপিরিয়েন্স’! অমরনাথ যাত্রা (Amarnath Yatra)-র কথা বলা হচ্ছে।

কদিন আগেই শুরু হল সেই ‘ভেরি ভেরি স্পেশাল’ ও বহু প্রতীক্ষিত তীর্থযাত্রা। এপথে আবহাওয়ার প্রতিবন্ধকতা থাকে, বিপদ থাকে। তবুও মানুষ ছুটে যান বরফশিব তথা বরফানি বাবার (Barfani Baba) কাছে। বরফ জমে কী আশ্চর্য ভাবে এই শিবলিঙ্গ তৈরি হয়! এ এক রহস্যময় দেব তীর্থ।ভূগোল-বিজ্ঞান হার মেনে যায় এখানের বাবা র কাছে। বাবা অমরনাথের মহিমা চাক্ষুস করতে প্রতিবছর হাজার হাজার মানুষ ছুটে যান এখানে। অন্যদিকে পহেলগাঁও হলো অন্যতম একটি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর মনোরম তথা পর্যটন শিল্প নগরী।আর এখানে প্রতিবার ই দেশের উৎসুক মানুষ রিলাক্সের সুযোগ নেন। কিন্তু প্রতিবন্ধকতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না তবুও পর্যটকদের ভিড়ে ও ভাঁটা দেখা যায় নি। তবে এবার অমরনাথ এবং পহেলগাঁও দুটোই পথেই প্রকৃতির তাণ্ডবে যাত্রায় ঘুর অনিশ্চয়তা।