যুব বিচিত্রা প্রতিনিধি, ১৭ জুলাই :- অভিযোগ, পিছনে থেকে আসা একটি গাড়ির দুই যুবক প্রথমে গালিগালাজ ও অশোভন কটূক্তি শুরু করে। প্রতিবাদ করলে ওই দুই যুবক গাড়ি থেকে বেরিয়ে অভিনেত্রীর ওপর হামলা চালায়। যাদবপুরে শর্টফিল্ম অভিনেত্রীকে কটুক্তি, হেনস্থা। গাড়িতে থাকা দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ। যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। তার অভিযোগ, বুধবার রাত সাড়ে তিনটা নাগাদ যাদবপুর কৃষ্ণা গ্লাসের সামনে তার বন্ধুদের সঙ্গে চা খাচ্ছিলেন। তখন দুজন যুবক মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে আসে এবং তাদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়।অন্যদিকে অভিযুক্তদের অভিযোগ তাদের দুজনকে অভিনেত্রীর বন্ধু মারধর করেছে। তাদেরও লিখিত অভিযোগ যাদবপুর থানায় দায়ের করা হচ্ছে।অভিনেত্রী জানিয়েছেন, রাত তখন দুটো-আড়াইটে। সিরিয়ালের শুটিং সেরে বাড়ির পথে এগোচ্ছিলেন তিনি। তবে ক্লান্তি কাটাতে রোজকার মতো বাপুজি নগরের এক ক্যাফেতে ঢোকেন। অভিনেত্রী বাঘাযতীনের বাসিন্দা। তাঁর সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধুও। তখনই গড়িয়াগামী এক গাড়ি এসে আচমকাই থমকে যায় ওই ক্যাফের সামনে।
অভিনেত্রীকে ‘কটুক্তি,! মাতালদের খপ্পরে পড়ে চরম ভূগান্তির অভিযোগ
