জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ ২০২৫ শুরু ধর্মনগরে

রমেন্দ্র গোস্বামী ,ধর্মনগর ১৬ জুলাই: উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তর এবং সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে শুরু হয় কিশোরি দের মধ্যে উৎকর্ষ মঞ্চ। সোমবার ১৬ জুলাই থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ ২০২৫। স্থান হিসেবে নির্ধারিত হয়েছে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন।বৃক্ষে জল সেচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উত্তর জেলার জেলা পরিষদের সহ-সভাপতি ভবতোষ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন মিতালী দাস সেন, জেলা শিক্ষা আধিকারিক (ডিইও) ফিরঞ্জন ত্রিপুরা, ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপিকা ড. নন্দিতা রায় এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সিনিয়র ইনফরমেশন অফিসার সঞ্জীব কুমার দাস সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন ধর্মনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সুপর্না ঘোষ।কর্মসূচিতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণির কিশোরীরা অংশগ্রহণ করে বক্তৃতা, নৃত্য, গান, কুইজ সহ নানা প্রতিযোগিতায় নিজেদের প্রতিভা প্রদর্শন করেছে। অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে অভিভাবক, শিক্ষক- শিক্ষিকাদের পাশাপাশি বহু দর্শকের উপস্থিতি লক্ষ করা যায়। অতিথিদের বক্তব্যে কিশোরী উৎকর্ষ মঞ্চের মূল উদ্দেশ্য ছিল — কিশোরীদের মানসিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত বিকাশে উৎসাহ দেওয়া, আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের সৃজনশীলতা প্রকাশের একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করা।মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।