ক্রীড়া প্রতিবেদক, ১৫ জুলাই :- England vs India 3rd Test :- লর্ডসে হৃদয়ভঙ্গ ভারতের, তীরে এসে তরী ডুবল! ইতিহাসে লেখা থাকবে রবীন্দ্র জাদেজার লড়াই। জেতা টেস্ট হারা বা হারা টেস্ট জেতা! এই দুই প্র্যাকটিসই ভারতীয় দলের বহু বছরের। লর্ডসে ভারত-ইংল্যান্ড চলতি সিরিজের তৃতীয় ম্যাচের চতুর্থ দিনের শেষে খেলার রাশ ছিল ভারতের হাতেই। শুভমন গিলদের জেতার জন্য প্রয়োজন ছিল ১৩৫ রানের। আর বেন স্টোকসদের প্রয়োজন ছিল ৬ উইকেট! দেশের তারকা ব্যাটারদের ভরাডুবিতে ১৩৫ রানই হয়ে গিয়েছিল ভারতের কাছে পাহাড় প্রমাণ! রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) সর্বস্ব দিয়েও বৈতরণী পার করাতে পারলেন না। ২২ রানে হেরে ভারত সিরিজে ১-২ পিছিয়ে গেল।
IND vs ENG :- জাদেজার লড়াইয়েও লর্ডসে হৃদয়ভঙ্গ, অন্তিম দিনে বিরাট পাহাড় ১৩৫! স্বপ্ন আকাশ ছুঁই ছুঁই
