রামেন্দ্র গোস্বামী, ধর্মনগর ১৫ জুলাই :- সোমবার সন্ধ্যায় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শত বার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় “ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা – ২০২৫: এর ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
উত্তর ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় সাড়ে ৩০০ শিশু নাট্যশিল্পী অংশ নেয় এই প্রতিযোগিতায়। মাত্র তিন–সাড়ে তিন বছরের শিশুদের অভিনয়ও দর্শকদের চমকে দেয়।শিশুদের প্রাণবন্ত অভিনয়, মঞ্চজ্ঞান ও সৃজনশীল উপস্থাপনা পরিবেশকে উৎসবমুখর করে তোলে।
বৃক্ষে জল সেচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী দাস সেন, জেলা শিক্ষা আধিকারিক ফিরঞ্জন ত্রিপুরা, ওএসডি সমীর রঞ্জন নাথ, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সঞ্জীব কুমার দাস, বিশিষ্ট সমাজসেবক জগৎজোতি দেব ও অশোক দত্ত। সভাপতিত্ব করেন সমর চক্রবর্তী।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্বজিত রায়, নির্মলেন্দু ভট্টাচার্য ও শক্তিনারায়ন ভৌমিক।শেষ পর্বে শ্রেষ্ঠ শিশু শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবারের আয়োজন উত্তর ত্রিপুরার সাংস্কৃতিক পরিমণ্ডলে সৃজনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।