শিলচর মেডিল্যান্ড নার্সিং হোমে চিকিৎসকের গাফিলতি, রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর ১৫ জুলাই :- শিলচরের বেসরকারি নার্সিং হোম মেডিল্যান্ডে ঘটলো চাঞ্চল্যকর ঘটনা! ত্রিপুরা থেকে আসা এক মহিলা রোগীকে নিয়ে চিকিৎসকের চরম গাফিলতির অভিযোগ উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে পরিবার ও স্থানীয়রা দাবি করছেন, সময়মতো চিকিৎসা না দেওয়ার ফলেই রোগীর মৃত্যু হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তেজিত জনতা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, রোগীকে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়। তাৎক্ষণিক ভাবে চিকিৎসকের উপস্থিতি না থাকায় অবশেষে মারা যান ওই মহিলা। এই ঘটনায় ক্ষুব্ধ পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। তৎসঙ্গে বেসরকারি নার্সিং হোমে চরম অরাজকতা প্রতিরোধে রাজ্যের মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মা র কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।