যুব বিচিত্রা প্রতিনিধি, নতুন দিল্লি ১৪ জুলাই :- গত ২৪ মে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে নীতি আয়োগের দশম বৈঠক। এবার বৈঠকে যোগ দেন নাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা দিদি। নীতি আয়োগের রিপোর্টে স্বীকৃতি পায় বাংলা। বেকারত্ব হ্রাস, কর্ম সংস্থান বৃদ্ধি জীবনের মান উন্নয়নে যথেষ্ট সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় এর রাজ্য কে নীতি আয়োগের প্রাধান্যের ফসল সবাইকে নিয়ে দীর্ঘমেয়াদির উন্নয়নের প্রতি পশ্চিমবঙ্গের দায়বদ্ধতারই প্রমাণ বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে নীতি আয়োগের বৈঠকে গরহাজির ছিলেন মুখ্যমন্ত্রী, সেই নীতি আয়োগই এবার পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উন্নয়নকে স্বীকৃতি দিয়েছে। এক্স হ্যান্ডেল পোস্টে রিপোর্ট কার্ড প্রকাশ করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা র উন্নয়ন আর্থ সামাজিক তরান্বিত করতে সদাই সচেষ্ট তার ফলই তাই বললেন মমতা।
নীতি আয়োগের দশম বৈঠকে গরহাজির থাকলেও বাংলা পিছিয়ে নয়,’ বেকারত্ব কমেছে, বেড়েছে জীবনের মান’, নীতি আয়োগের রিপোর্টেই বাংলার স্বীকৃতি বললেন :- মমতা
