East Bengal :- হৃদ্য কম্পন বিপক্ষের ডিফেন্সে! মশালবাহিনীতে উ: পূর্বাঞ্চলীয় আগুনে দুই যোদ্ধা

ক্রীড়া প্রতিবেদক, ১৪ জুলাই :- গতবার ইস্টবেঙ্গলকে ভুগিয়েছে গোল করার ফুটবলার। আর এবার আর কোনও ভুল করতে চায় না মশালবাহিনী। একের পর এক আক্রমণ ভাগের ফুটবলার তুলে নিচ্ছে আজ পর্যন্ত আইএসএল জিততে না পারা ক্লাব। আগুনে স্কোয়াড তৈরি করছে ইস্টবেঙ্গল (East Bengal)। মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীর (Souvik Chakrabarti) ও পিভি বিষ্ণুর (Vishnu PV) সঙ্গে আরও দু’বছর চুক্তি নবীকরণের বার্তা দিয়েই, লাল-হলুদ তিন বছরের চুক্তিতে নিয়েছে রিয়াল কাশ্মীরের (Real Kashmir FC) প্রতিভাবান মিডফিল্ডার রামসাঙ্গাকে (Ramsanga)। রবিবার অর্থাত্‍ আজ লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব একসঙ্গে জাতীয় দলের জোড়া ফুটবলারকে সই করিয়ে নিল। ইস্টবেঙ্গলে এলেন এডমন্ড লালরিনডিকা (Edmund Lalrindika) ও বিপিন সিংকে (Bipin Singh)।