Maglev Train :- এবার সময় কমিয়ে যাত্রা করতে বিমানের প্রয়োজন নেই, আসছে নতুন ট্রেন নাম ‘সুপারসনিক’ , কম সময়েই দিল্লি থেকে কলকাতা পাবেন এই ট্রেনে চাপলেই

সংবাদ সংস্থা, ১৪ জুলাই :- এবার আর বিমানের অপেক্ষায় নয়,সময় বাঁচাতে ভারতীয় রেল দপ্তর যথেষ্ট সক্রিয়। বিমানের থেকেও বেশি গতি। চিন সাফল্যের সঙ্গে শেষ করে ফেলল ম্যাগলেভ ট্রেনের(Maglev)পরীক্ষামূলক দৌড়। প্রবল গতির এই ট্রেন চালু হলে গতির সংজ্ঞটাই বদলে যাবে। সংবাদমাধ্যমের খবর, ১২০০ কিলোমিটার পথ এই ম্যাগলেভ ট্রেন পাড়ি দেবে মাত্র ১৫০ মিনিটে। দিল্লি থেকে কলকাতা যাওয়ার জন্য সময় লাগবে মাত্র আড়াই ঘন্টা।এবার বিমান কে পিছিয়ে সময় বাঁচাতে ভারতীয় রেল নিয়ে আসছে কিছু নিত্যনতুন ট্রেন।