London Plane Crash :- ২০২৫ মাত্রাতিরিক্ত বিমান দূর্ঘটনা, ফের লন্ডনে ওড়ার কয়েক ঘন্টার মধ্যে ভয়ংকর বিস্ফোরণে ভেঙে পড়ল অভিশপ্ত বিমান!কার ভবিষ্যদ্বাণী, সংকোচ জনমানসে

অনেকেই স্বপ্ন এঁকেছিলেন বিমান চলার, অতিরিক্ত দূর্ঘটনার খবরে আতঙ্কে তাড়া করছে বিমান প্রেমীদের

সংবাদ সংস্থা, ১৪ জুলাই :- লন্ডনে প্লেন ক্র্যাশ। টেক অফ করতেই বিমানে আগুন। অকুস্থল লন্ডন সাউথএন্ড বিমানবন্দর। সেখানেই ঘটে এই বিমান দুর্ঘটনা। জরুরি অবতরণে অগ্নিকাণ্ড।
গতকাল, রবিবার বিকেলের দিকে লন্ডনের সাউথেন্ড বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হল ছোট যাত্রীবাহী একটি বিমান। বিমানটিতে আগুন ধরে যায়। বিমান থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার স্থানীয় সময় বিকেল ৪ টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক তথ্য বলছে, বিধ্বস্ত বিমানটি ছিল একটি বিচ বি২০০ সুপার কিং এয়ার। নেদারল্যান্ডসের লেলিস্টাডের দিকে যাচ্ছিল সেটি।এসেক্স পুলসশ জানিয়েছে, বিকেল ৩:৫৫ মিনিট নাগাদ সাউথএন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি সাধারণ বেসরকারি বিমানে আগুন ধরে যাওয়ার খবর পায় তারা। পুলিশের তরফেই জানা গিয়েছে, উদ্ধারকার্য আরও কয়েক ঘণ্টা ধরে চলবে। তাই জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। কার্যতঃ বিমান দূর্ঘটনা ২০২৫ র মাত্রাতিরিক্ত: সে বিষয়ে কি আদৌ কোন ভবিষ্যদ্বাণী রয়েছে! সংকোচ জনমানসে।