গেরুয়াময় সুভাষনগর গ্রাম পঞ্চায়েত, রেকর্ড গড়ে সভানেত্ৰী পদে পুনর্বহাল ভগবতী দাস

সহ সভাপতি পদে নতুন মুখ সুভ্রম দও, গেরুয়া শিবিরের সেমি ফাইনালে ভালো ফলাফল :-

যুব বিচিত্রা প্রতিনিধি, বাগারগোল, ৩জুন :- রেকর্ড গড়ে দ্বিতীয় বারের মতো সভানেত্রী পদে ভগবতী দাস। সুভাষনগর গ্রাম পঞ্চায়েত গঠনের পর এই প্রথম টানা দ্বিতীয় বারের মতো ক্ষমতা পেলেন ভগবতী দাস। স্হানীয়দের মতে বিগত দিনে অনেক তাবড় তাবড় নেতারা সুভাষনগর গ্রাম পঞ্চায়েতে নেতৃত্ব দেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে কেওই দ্বিতীয় বারের মতো সভাপতির পদ নিজের দখলে রাখতে পারেননি। এই প্রথম নিজের পদে পুনর্বহাল থাকলেন ভগবতী দাস।

এদিকে গত ১১মে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই শুরু হয় গ্রাম পঞ্চায়েতের সভাপতি-সভানেত্ৰী পদ নিয়ে দৌড়ঝাঁপ। ঘোড়া কেনাবেচার মতো বিভিন্ন কৌতুকও উপভোগ করেন আমজনতা। যাইহোক সব কিছুর ইতি টেনে শ্রীভূমি জেলার সবকটি গ্রাম পঞ্চায়েত গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে বৃহস্পতিবার। শ্রীভূমি জেলা উপায়ুক্তের নির্দেশ অনুযায়ী রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য-সদস্যাদের শপথ গ্ৰহণের মাধ্যমে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় বুধবার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভৈরবনগর উন্নয়ন খণ্ডের রামকৃষ্ণনগর স্হিত কার্যালয়ে বুধবার বেলা ১টায় আয়োজিত হয় পঞ্চায়েত গঠন প্রক্রিয়া। এই জিপির সভানেত্রী পদ ছিল তপশীল মহিলা সংরক্ষিত। তাই সভানেত্ৰী পদের জন্য দাবি উত্থাপন করেন ১নং ওয়ার্ডের সদস্যা ঝুমা রায় এবং ৪নং ওয়ার্ডের সদস্যা ভগবতী দাস। ঝুমা রায়ের সমর্থনে ছিলেন ৬নং ওয়ার্ডের সদস্যা বিনতা দাস এবং ১০নং ওয়ার্ডের সদস্য অভিজীৎ দাস। অপরদিকে ভগবতী দাসের সমর্থনে ছিলেন ২নং ওয়ার্ডের সদস্যা ভগবতী দাস, ৩নং ওয়ার্ডের সদস্য জগদীশ রায়, ৫নং ওয়ার্ডের সদস্য সুদীপ চক্রবর্তী ৭নং ওয়ার্ডের সদস্য বাপ্টু নাথ, ৮নং ওয়ার্ডের সদস্যা স্মৃতি পাল এবং ৯নং ওয়ার্ডের সদস্য সুভ্রম দও। ফলস্বরূপ ভগবতী দাস নিজের সহ মোট সাত জনের সমর্থনে সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের সভানেত্ৰী পদে পুনর্বহাল থাকেন। এদিকে সহ-সভাপতি পদের জন্য দাবীদার ছিলেন ৯ এবং ১০নং ওয়ার্ডের সদস্য অভিজীৎ দাস এবং সুভ্রম দও। একই ভাবে সুভ্রম দও অধিক সমর্থনে সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের সহ-সভাপতি পদে মনোনীত হন। পরবর্তীতে সভানেত্রী, সহ-সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ শপথ বাক্য পাঠ করে সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের দ্বায়িত্বভার গ্রহণ করেন। এই গোটা প্রক্রিয়া পরিচালন করেন উপ-নিবন্ধক বিমান মেধী। এদিকে এই প্রক্রিয়া শেষে নবগঠিত সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী, সহ-সভাপতি সহ প্রত্যেক সদস্যদের উত্তরীয় দিয়ে অভিনন্দন জানান বিধায়ক বিজয় মালাকার, বিজেপি ভৈরবনগর মণ্ডল সভাপতি হিরেশ বিশ্বাস, সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী।
এদিকে বিগত নির্বাচনেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন ভগবতী দাস। এবার আবার সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী মনোনীত হওয়ায় আনন্দে মেতে ওঠেন এলাকার দলীয় কর্মী-সমর্থক। মোট কথা গেরুয়া শিবিরের ভালো ফলাফল অর্জন এবারের সেমি ফাইনালে। এবার লক্ষ্য ২০২৬ র ফাইন্যাল ।