যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৬ আগস্ট :- বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতি ও উদাসীনতার জেরে প্রাণ হারায় এক তরতাজা যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে পানিসাগর মহকুমায়। এদিন সকালে খবর প্রকাশ্যে আসতেই সমগ্র পানিসাগর মহকুমাজুড়ে নেমে আসে শোকের ছায়া, পাশাপাশি দেখা দিয়েছে ক্ষোভ।স্থানীয় সূত্রে জানা যায়, পানিসাগর নগর পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা জ্যোতিষ দাসের ছেলে জয়ব্রত দাস (৩৪) সোমবার রাতে পানিসাগর বাজার থেকে বাড়ি ফেরার সময় দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের একটি পথ দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই পথেই বহু বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা বিদ্যুতের তার রাতের অন্ধকারে চোখে পড়েনি তাঁর। মুহূর্তের মধ্যেই প্রাণঘাতী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জয়ব্রত।ভোর হতেই স্থানীয়রা রাস্তায় যুবকের নিথর দেহ দেখতে পান এবং দ্রুত পানিসাগর ফায়ার সার্ভিসকে খবর দেন। দমকল কর্মীরা এসে মৃতদেহ উদ্ধার করে পানিসাগর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে শোকে ভেঙে পড়ে পরিবার।এলাকাবাসীর অভিযোগ, “ব্রিটিশ আমলের জরাজীর্ণ তার আর খুঁটি দিয়ে আজও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বারবার লিখিত অভিযোগ করার পরও বিদ্যুৎ দপ্তর কর্ণপাত করেনি। এই গাফিলতির দায় সম্পূর্ণভাবে দপ্তরের।”ক্ষুব্ধ জনতার সুরে আরও শোনা যায়, বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার জেরে সাধারণ মানুষকে প্রাণ দিতে হচ্ছে। এ ধরনের অবহেলা যদি চলতেই থাকে তবে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
অবহেলার বলি যুবক, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ
