IND vs ENG :- ‘এসি রুমে কমেন্ট্রি করতে বসে অনেক কিছুই বলা যায়’, কিংবদন্তি গাওস্করকে কে খোঁচা দিলেন ?

Yashasvi Jaiswal :- প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও অনেকে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে আঙুল উঠেছে যশস্বী জয়সওয়ালের দিকে।

ক্রীড়া সংবাদ জাতীয় ডেস্ক, ২৮জুন :- হেডিংলে টেস্টে হার ভারতকে কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে সিরিজে। পাঁচ ম্যাচের সিরিজে এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তার থেকেও বড় কথা চারটি সেঞ্চুরি গোটা ম্যাচে হাঁকিয়েও যেভাবে হারতে হয়েছে, তা কোনওভাবেই মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। এমনকী প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও অনেকে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে আঙুল উঠেছে যশস্বী জয়সওয়ালের দিকে। ম্যাচে প্রথম ইনিংসে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন। কিন্তু চারটি ক্যাচ ফেলেছিলেন ফিল্ডিংয়ের সময়। যা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।