পবিত্র ঈদ উল আযহা য় শনিবার সর্বত্র ছিল উৎসবমুখর পরিবেশ

যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,৮জুন: ঈদের পবিত্র নামাজ আদায় করতে দেখা যায় সকাল আটটায় সবকটি ঈদগাহ তে। শনিবার ছিল ঈদ উল আযহা কে ঘিরে সর্বত্র ব্যতিক্রমী উৎসবমুখর পরিবেশ।


শিলচর শহর তথা পার্শ্ববর্তী সবকটি ঈদগাহ তে প্রায় ৮ টা থেকে সাড়ে আটটায় ঈদের নামাজ আদায় সম্পন্ন হতে দেখা গেছে। শিলচর টিকরবস্তী ঈদগাহ তে সকাল আটটায় ঈদের নামাজ পাঠ করান হযরত মৌলানা মকবুল হোসেন সাহেব।


এদিন কমকরেও পাঁচ শতাধিক ইসলাম ধর্মাবলম্বীদের এই ঈদগাহ তে নামাজ আদায় করতে দেখা যায়। নামাজ শেষে সবাই একে অপরকে জড়িয়ে ধরে ভাব বিনিময় করতে দেখা যায়। অবশেষে এদিন শান্তি সম্প্রীতি ও ঐক্যতার বার্তা দেন সবাইকে।