যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর ২৭জুন :- শিলচর তথা বরাক উপত্যকার বিভিন্ন স্থানে রথযাত্রা উপলক্ষে বিশাল শোভাযাত্রা সহ রেলী বের করে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শহর কাঁপিয়ে তুলে। কাছাড় জেলা র সদর শিলচরে রথযাত্রা য় ব্যতিক্রমী পরিবেশ, আনন্দ উৎসাহে উৎফুল্লীত ভক্ত প্রাণ দের মধ্যে সম্প্রীতি র বন্ধন অটুট হবে।


দুপুর ৩ টা থেকে ই শিলচর শহরতলীর বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা র মাধ্যমে জগন্নাথ দেবের প্রতিকৃতি সাজিয়ে রথের দড়ি টানতে ছুটে আসে ভক্ত প্রাণ মানুষ। শহরের রাজপথে ইস্কন মন্দির, শ্যামসুন্দর আখড়া,গোপাল আখড়া, মদনমোহন আখড়া সহ চৈতন্য গৌড়ীয় মঠের উদ্যোগে বের হতে দেখা যায় বর্ণাঢ্য শোভাযাত্রা।
এতে কাছাড় পুলিশ এর সক্রিয় ভূমিকা ও চোখে পড়ে, এদিকে ভক্তদের আনন্দ উল্লাসে প্রকৃতি দেবী যেন সহায়ক ভূমিকা পালন করে,আকাশ পরিষ্কার,নেই বৃষ্টির ভাব । আবহাওয়া অনুকূলে থাকায় উৎসবমুখর পরিবেশে বিরাজ করে শিলচর সহ আশপাশ এলাকা।