ENG vs IND :- এক টেস্টে ৫ সেঞ্চুরি! ভারত আগে কখনও করেনি। কিন্তু দিনের শেষে সেই রেকর্ডের ম্যাচেও হারতে হল টিম ইন্ডিয়াকে।

ক্রীড়া সংবাদ, ২৮জুন :- এক টেস্টে পাঁচ সেঞ্চুরি! ভারত আগে কখনও করেনি। কিন্তু দিনের শেষে সেই রেকর্ডের ম্য়াচেও হারতে হল টিম ইন্ডিয়াকে। পঞ্চম দিনে শেষ ইনিংসে ৩৭১ রান তুলে ফেলল ইংল্যান্ড। অবিশ্বাস্যভাবে হেরে গেল ভারত।