বরাক উপত্যকায় যোগাযোগ বিচ্ছিন্নতা: জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) নিয়োগের স্ক্রিনিং টেস্ট স্থগিত করলো অসম লোকসেবা আয়োগ

সন্দীপ্ত হালদার,২৫শে জুন, ২০২৫: অসম লোকসেবা আয়োগ (APSC) এক গুরুত্বপূর্ণ ঘোষণায় জানিয়েছে যে আগামী ২৯শে জুন, ২০২৫ (রবিবার) অনুষ্ঠিতব্য জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদের স্ক্রিনিং টেস্ট (OMR ভিত্তিক পরীক্ষা) স্থগিত করা হয়েছে। বরাক উপত্যকার সাথে রাজ্যের অন্যান্য অংশের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই পরীক্ষা পাবলিক ওয়ার্কস রোডস ডিপার্টমেন্ট (PWRD) এবং পাবলিক ওয়ার্কস (বিল্ডিং অ্যান্ড এনএইচ) ডিপার্টমেন্ট-এর অধীন একত্রিত কাডারে নিয়োগের জন্য নির্ধারিত ছিল, যার বিজ্ঞপ্তি নম্বর ছিল ০৫/২০২৫, প্রকাশিত তারিখ ২২/০১/২০২৫

গৌহাটি থেকে জারিকৃত বিজ্ঞপ্তি নম্বর ২২২PSC/DR-6/3/2024-25 অনুযায়ী, অসম লোকসেবা আয়োগ জানিয়েছে যে পরীক্ষার পরবর্তী দিনক্ষণ যথাসময়ে জানানো হবে

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন আয়োগের সচিব। এটি কমিশনের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে প্রয়োজনীয় তথ্য ও কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে। একইসাথে অসম সরকারের তথ্য ও জনসংযোগ দপ্তর-কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই বিজ্ঞপ্তিটি অসমীয়া, ইংরেজি ও বাংলা ভাষায় রাজ্যের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলিতে প্রকাশিত হয়।

এই সিদ্ধান্ত আয়োগের পক্ষ থেকে এক ন্যায়সংগত ও সমানাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করার একটি পদক্ষেপ, যাতে প্রত্যন্ত অঞ্চলের প্রার্থীরাও সমান সুযোগ পান।

পরীক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে আয়োগের অফিসিয়াল ওয়েবসাইট (www.apsc.nic.in) নিয়মিত পরিদর্শন করতে এবং কোনো প্রকার অবৈধ বা ভুয়া খবরে ভ্রান্ত না হতে।