দুই পুলিশ আধিকারিক কে শেষ শ্রদ্ধা জানায় কাছাড় পুলিশ

যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,২৪ জুন’ : বিহারা থানার ইনচার্জ সুরজিৎ ডেকা ও জয়পুর থানার লেসনায়ক সাহাবুদ্দিন বড়ভূঁইয়া কে শেষ শ্রদ্ধা জানালো কাছাড় পুলিশ। দুজন পুলিশ কর্মীকে হারিয়ে কাছাড় পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল অর্থাৎ সোমবার দুপুরে বিহারা থানার ইনচার্জ সুরজিৎ ডেকার করুণ মৃত্যু ঘটেছিল এবং এদিন রাতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় জয়পুর থানার লেসনায়ক সাহাবুদ্দিন বড়ভূঁইয়া।পর পর দুজন পুলিশ কর্মীর আকস্মিক মৃত্যুকে ঘিরে জেলা পুলিশ বিভাগে গভীর শোক নেমে এসেছে। মঙ্গলবার শিলচর জেইল রোড সংলগ্ন পুলিশ রিজার্ভে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তোর উপস্থিতিতে সুরজিৎ ডেকা ও সাহাবুদ্দিন বড়ভূইয়াকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন কাছাড়ের উচ্চ স্তরীয় পুলিশ আধিকারিক সহ বিভিন্ন পুলিশ কর্মীরা।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তো জানান,বছর ২৯এর সুরজিৎ ডেকা পুলিশ বিভাগ জয়েন্ট করার পর বিহারা থানার আইসি হিসেবে দায়িত্ব পেয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন।অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সুরজিৎ ডেকা সব সময় তৎপর থেকে নিজের দায়িত্ব পালন করে গেছেন। এদিকে,জয়পুর থানার কর্তব্যরত নিষ্ঠাবান পুলিশ কর্মী সাহাবুদ্দিন বড়ভূঁইয়া র অকাল মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি দুই নিহত পুলিশ কর্মী র পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন পুলিশ সুপার নোমাল মাহাত্তো।