সব কা সাথ সব কা বিকাশ এর নারা নিয়ে বিভাগীয় মন্ত্রী মণ্ডলীর দৌড়ঝাঁপ
যুব বিচিত্রা প্রতিনিধি ধর্মনগর,২৪ জুন: ত্রিপুরা রাজ্য সরকারের এয়ার ডিডি ও মৎস্য তফসিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দুই দিনের সফরসূচি নিয়ে উত্তর জেলায় আসলেন মঙ্গলবার। সফরের প্রথম দিনে জেলা প্রশাসনের কনফারেন্স হলে মন্ত্রী সুধাংশু দাস এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য বরাদ্দকৃত অর্থের সঠিক বাস্তবায়ন ও পূর্ববর্তী প্রকল্পগুলির সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলার সহ-সভাধিপতি ভবতোষ দাস, বিধায়ক বিনয় বসুন দাস, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, সঙ্গে জেলা ও মহকুমা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। আলোচনায় উঠে আসে ইতিমধ্যেই বাস্তবায়িত প্রকল্পগুলির পরিসংখ্যান এবং ভবিষ্যতের রূপরেখা।মন্ত্রী সুধাংশু দাস বলেন, “সরকার চাইছে প্রতিটি দপ্তরের কাজে স্বচ্ছতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় থাকুক। তৎসঙ্গে কেন্দ্র সরকারের মধ্যমণি জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “সব কা সাথ সব কা বিকাশ” আর সেই নারা র বাস্তবায়ন চায় দেশ বললেন মন্ত্রী দাস। রীতিমতো সেই নারা নিয়ে আদাজল খেয়ে মাঠে নেমেছে মন্ত্রী মণ্ডলী। সাধারণ মানুষ যেন সরাসরি উপকৃত হন, সেই লক্ষ্যেই অর্থব্যয়ের সঠিক পরিকল্পনা প্রয়োজন। জানা গেছে, সফরের দ্বিতীয় দিনে মন্ত্রী বিভিন্ন সরকারি প্রকল্পের সঠিক রূপায়নের উপর গুরুত্ব আরোপ করে সরোজমিন পরিদর্শনে করবেন।