ভালোভাবে বাঁচতে হলে আজই গুটখা ত্যাগ করুন, গুটখা একজন পুলিশ অফিসারকে হত্যা করেছে
যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,২৩জুন: কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের বিহারা পুলিশ আউটপোস্টে সংগঠিত হয় এই ঘটনা।


গুঠখায় বিষক্রিয়া ব্যবহারের অভিযোগ।
দুপুরে মধ্যাহ্ন ভোজ সেড়েই মুখে দিয়েছিল গুটখা,আর সেই গুঠখা ই ছিল তাঁর জীবনের অন্তিম খাওয়া।
মৃতের নাম সুরজিৎ ডেকা,বাড়ি রঙীয়া।
কাছাড় জেলার বিহারা আউটপোস্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছিল সুরজিৎ ডেকা।
গুঠখা খেয়ে নিজের রুমে বিশ্রাম নিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে,ঘটনার পর সহকর্মীরা এবং স্থানীয়রা ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান অচেতন অবস্থায়।
কিন্তু তাঁর গুরুতর এই অবস্থায় শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর পুলিশ অফিসার সুরজিৎ ডেকার মৃত্যু ঘটে।
পুলিশ আধিকারিক সুরজিৎ এর অকাল মৃত্যুতে পুলিশ মহলে নেমে আসে শোকের ছায়া।