বহু প্রতীক্ষিত পাঁচ ম্যাচের টেস্ট শুরু ইংল্যান্ড এর বিরুদ্ধে ভারতের

ক্রীড়া প্রতিবেদক, ২২জুন :- শুরু হলো গেল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। অধিনায়ক হিসেবে শুভমন গিলের প্রথম অ্যাসাইনমেন্ট। দেশের ৩৭তম টেস্ট অধিনায়কের নেতৃত্বে তরুণ টিম ইন্ডিয়া খেলতে নেমেছে বেন স্টোকসদের বিরুদ্ধে। লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে চলছে প্রথম টেস্ট মহাযুদ্ধ। শুক্রবার টস জিতে স্টোকস ব্যাট করতে পাঠিয়েছেন শুভমনদের। প্রতিবেদন লেখার সময়ে পর্যন্ত ভারত ৩ উইকেটে ২৩৭ রান তুলেছে। যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের ওপেনিং জুটিতে ভারত ৯১ রান তুলেছিল। রাহুল ৭৮ বলে ৪২ রান করে ব্রাইডন কার্সের বলে জমা পড়ে যান। তিনে নেমে অভিষেককারী সাই সুদর্শন কোনও রান না করেই ফেরেন। এরপর শুভমনের সঙ্গে জুটি বেঁধে যশস্বী করে ফেললেন ঝকঝকে ঐতিহাসিক শতরান

ইংল্যান্ডে প্রথম টেস্ট ম্যাচেই ইতিহাস যশস্বীর। ১৬ চার ও ১ ছয়ে ১৪৪ বলে ১০০ করলেন। লিডসের হেডিংলিতে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার হলেন যশস্বী। এর আগে ফারুখ ইঞ্জিনিয়ারের এই মাঠে সর্বাধিক ৮৭ রানের রেকর্ড ছিল ওপেনার হিসাবে। এদিন যশস্বী ১৫৯ বলে ১০১ রান করে বেন স্টোকসের বলে ক্লিন বোল্ড হয়ে যান।ইংল্যান্ডে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে এর আগে মাত্র চারজন ভারতীয় ব্যাটারই সেঞ্চুরি করেছেন। মুরলী বিজয় (২০১৪ সালে ১৪৬), বিজয় মঞ্জরেকর (১৯৫২ সালে ১৩৩), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৯৯৬ সালে ১৩১) ও সন্দীপ পাটিল (১৯৮২ সালে অপরাজিত ১২৯)। পঞ্চম ব্যাটার হিসেবে রেকর্ড করলেন যশস্বী। যশস্বী কেরিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরির স্বাদ পেলেন লিডসে। ইংল্যান্ডে প্রথমবার খেলতে এসে শতরান করা তরুণ ওপেনার, কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজেও সেঞ্চুরি করেছিলেন।

এমনকী অস্ট্রেলিয়াতে প্রথম টেস্ট খেলতে নেমেও সেই একই কাজ করেছিলেন। মোট তিনজন ভারতীয় ব্যাটার—মোটগানহল্লি জয়সীমহা, সুনীল গাভাসকর এবং জয়সওয়াল, অস্ট্রেলিয়ায় তাঁদের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন। এবং ছ’জন ব্যাটার—বিজয় মঞ্জরেকার, আব্বাস আলি বেগ, সন্দীপ পাটিল, সৌরভ গঙ্গোপাধ্যায়, মুরলী বিজয় এবং যশস্বী, বিলেতের মাটিতে তাঁদের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন, তবে উভয় তালিকায় শুধুই যশস্বী।

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে লিখলেন ইতিহাস। যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।