প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি অনুষ্ঠানে ব্যাপক সাড়া ত্রিপুরায়,যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা

যুব বিচিত্রা প্রতিনিধি আগরতলা, ০২ আগস্ট: প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি কর্মসূচি উপলক্ষে শনিবার দেশের অন্যান্য জায়গার সঙ্গে রাজধানী আগরতলার এডি নগর এলাকার স্টেট এগ্রিকালচার রিসার্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা, রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের কার্য নির্বাহী সভাপতি বিশ্বজিৎ শীল, কৃষি ও কৃষক কল্যান দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা ড. ফণিভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের ডিরেক্টর দীপক কুমার দাস, স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন এর প্রধান জয়েন্ট ডিরেক্টর ড. উত্তর সাহা, জয়েন্ট ডিরেক্টর রাজীব দেববর্মাসহ অন্যান্যরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সরাসরি কাশী থেকে যোগ দেন। প্রধানমন্ত্রী এদিন ২০ তম কৃষক সম্মান নিধি কর্মসূচি উপলক্ষে সারা দেশের কৃষকদের মধ্যে ২০ হাজার ৫০০কোটি টাকা হিতাধিকারীদের ব্যাংক একাউন্টে প্রেরণ করেন। প্রধানমন্ত্রীর ভাষণের পর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ এর কথা বলছেন। আগে সুবিধা ভোগীদের টাকার বেশিরভাগ দালালরা পেতো, কিন্তু এখন সরাসরি কৃষকের ব্যাংক একাউন্টে চলে যায়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জন্য এখন ত্রিপুরায় ৪৫ হাজারের বেশী লাখপতি দিদি হয়েছেন। কৃষকদের নানা উন্নত জাতের বীজ, সার কৃষি যন্ত্রপাতি প্রদান করা হচ্ছে। জৈব চাষ প্রাকৃতিক চাষ ইত্যাদিতে জোর দেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজ্যের কৃষকদের কল্যাণে কাজ করছে বর্তমান এনডিএ নেতৃত্বাধীন বিজেপি সরকার।

এদিন আগরতলার অনুষ্ঠানে পশ্চিম জেলার বিভিন্ন এলাকা থেকে ৭০ জন কৃষকরা অংশ নেন। কৃষকদের মধ্যে সয়েল হেলথ কার্ড দেওয়া হয়। সবশেষে উপস্থিত অতিথিরা ন্যাচারাল ফার্মিং এর প্রদর্শনী স্টলের আয়োজন করা হয় তা ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা।