উৎসর্গ রায়, ধর্মনগর, ০২ সেপ্টেম্বর :- এবারে ৫৬তম দুর্গা পুজোর আয়োজন কে কেন্দ্র করেই আজ তাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
এগিয়ে চলো ক্লাব প্রতিনিয়ত এধরণের জনস্বার্থ মূলক কাজ করে থাকেন,যার নির্দশন আজ ও রয়েছে ধর্মনগর শহরাঞ্চলে। এবার তাদের ৫৬ তম বর্ষে পা রাখবে শারদীয়া দুর্গোৎসব এর আয়োজন,আর আয়োজন কে কেন্দ্র করেই রক্তদান শিবির কর্মসূচি।
অন্যদিকে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তাই দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে পূজোর মণ্ডপ নির্মাণ সহ আনুষাঙ্গিক ক্রিয়াকর্মে।
স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজনে এগিয়ে চলো ক্লাবের উদ্যোগে ব্যাপক সাড়া ফেলেছে এলাকায় অনেকেই এদিন রক্তদান করতে দেখা যায় এই শিবিরে।
এগিয়ে চলো ক্লাব, কর্তৃপক্ষ এনিয়ে যুব বিচিত্রা কে কি বললেন :-