একের পর এক নেশাজাতীয় দ্রব্য আটক করতে সীমান্ত পুলিশ, তবু ও নিয়ন্ত্রণ হীন নেশা দ্রব্যের বাজার

যুব বিচিত্রা প্রতিনিধি ধর্মনগর,১১জুন: ফের গাড়ির মধ্যে পাওয়া গেলো গাঁজা। গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালায় চুরাইবাড়ী থানার পুলিশ। সীমান্ত অঞ্চলের গোবিন্দপুর কদমতলা রোডে
(TR-05F-0432) নম্বরের একটি বিলাসী বাহন Baleno গাড়িতে তিন থেকে চার প্যাকেট গাঁজা নিয়ে যাওয়ার পথে পুলিশ আটক করতে সক্ষম হয়।

যার বাজার মূল্য কমপক্ষে ২ লক্ষ টাকা বলে জানা যায়। গাড়ির ভেতরে ছিল চালক সহ ৩ জন ব্যক্তি। তাঁরা যথাক্রমে রণবীর সিনহা, সুরজিৎ সিনহা ও সঞ্জিত সিনহা।

উভয় ই ত্রিপুরা রাজ্যের গোবিন্দপুরের বাসিন্দা বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে অসম-ত্রিপুরা সীমান্ত চেকপোস্ট চূড়াইবাড়ি পুলিশ দায়ের করে এজাহার।আটক করা হয় তিন জন সরবরাহকারী সহ বিলাসী বাহন।

পুলিশের তৎপরতা সত্যিই প্রশংসনীয়, তবে প্রশ্ন উঠেছে নেশা কারবারিদের যতই ধরপাকড় করা হোক না কেন ,তাতে কি সার্থকতা লাভ করছে! নিয়ন্ত্রণে আসছে কি নেশা সামগ্রীর পাচার? মূল কথা রাজ্যে নেশাজাতীয় সামগ্রী র বাজার বন্ধ করতে সরকার কতটুকু সক্রিয় তা হলো দেখার বিষয়!ঠিক কী পদক্ষেপ নিচ্ছে সরকার ? এমনটাই প্রশ্ন সচেতন মহলে!নাকি ঢাক ঢোল পেটানো আর লোক দেখানো ধরপাকড় -আটক এসব? এমনটাই প্রশ্নে উত্তাল সামাজিক মাধ্যম! এতে ধ্বংসের পথে পা বাড়াচ্ছে নবপ্রজন্মের যুবক সমাজ।