সুন্দর সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হলো বরাক উপত্যকা বিশিষ্ট সাংবাদিক সম্মাননা

বরাক- ব্রহ্মপুত্রের সমন্বয় সেতু মজবুত করতে অন্যতম নজির স্থাপন করলেন অসম রাজ্যিক সাংবাদিক সংস্থা এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরাম

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ৩০মার্চ: তমোজিৎ ভট্টাচার্য কে বরাক উপত্যকা বিশিষ্ট সাংবাদিক সম্মাননা তৎসঙ্গে বিশেষ সংবর্ধনা চয়ন ভট্টাচার্য কে প্রদান করে দুই উপত্যকার সমন্বয় সেতু মজবুত করতে নির্ণায়ক ভূমিকা লাভ করে।


অসম রাজ্যিক সাংবাদিক সংস্থা এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে “বরাক উপত্যকা বিশিষ্ট সাংবাদিক সম্মাননা”সুন্দর সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয় রবিবার ৩০ শে মার্চ। আর এই অনুষ্ঠানে ব্যাপক সাড়া যোগায় শিলচর তথা বরাক উপত্যকা এর সাংবাদিক মহল।রবিবার শিলচর গান্ধী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য কে গামোছা মেমেন্টো ও ঝাঁপি দিয়ে সংবর্ধনা জানানো হয়। দিনভর কার্যসূচি র শুভারম্ভ করেন কাছাড় জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক তথা অতিরিক্ত উপায়ুক্ত বহ্নিখা চেতিয়া। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকেন অসম বিশ্ববিদ্যালয়ের গণ মাধ্যম বিভাগের মুখ্য অধ্যাপক ড° চার্বাক, বিশিষ্ট সাহিত্যিক কবি সাংবাদিক মহুয়া চৌধুরী, বিশিষ্ট সম্মান প্রাপক তমোজিৎ ভট্টাচার্য সহ অসম রাজ্যিক সাংবাদিক সংস্থা এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরামের কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল সাড়ে এগারোটায় প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা করা হয় এদিনের কর্মসূচি। উদ্বোধনী সংগীত,বিহু নৃত্য এবং ধামাইল নৃত্যের মাধ্যমে সাজিয়ে তোলা হয় উক্ত অনুষ্ঠান। পরে একে একে বিশিষ্ট বক্তারা সাংবাদিক দের নিরাপত্তা – সুরক্ষা – বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করেন। তৎসঙ্গে বরাক ভ্যালি মিডিয়া ফোরাম এর পক্ষ থেকে বিশেষ কয়েকটি প্রস্তাব রাখা হয় রাজ্যিক কমিটির কাছে। প্রস্তাবে উল্লেখ করা হয় সাংবাদিক দের সুরক্ষা এবং নিরাপত্তা জনিত ব্যাপারে কেন্দ্র সরকারের আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী সহ দেশের রাষ্ট্রপতি কে লিখিত পত্র যোগে দাবী জানানো হবে, যাহাতে কোন ধরণের ষড়যন্ত্র মূলক মামলার শিকার হয়ে বিনা তদন্তে পুলিশের রোষানলে থেকে সুরক্ষা প্রদান , বা কোন সাংবাদিক কে গ্রেপ্তার বা আটক করতে হলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং নোটিশ এর মাধ্যমে সংশ্লিষ্ট হাউসকে জানিয়ে গ্রেফতার করতে হবে, তাছাড়া রাজ্যের প্রতিটি প্রেসক্লাবের উন্নয়নে কেন্দ্র সরকারের বিশেষ তহবিল থেকে অতিথি শালা সহ স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করে দিতে বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ, তাছাড়া ভাড়াগৃহে বসবাসরত সাংবাদিকদের স্থায়ী বাসস্থান এর ব্যবস্থা এবং জীবন বীমার ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি বর্তমান যুগে ডিজিট্যাল এবং সোসিয়াল মিডিয়া নেটওয়ার্ক কে বৈধতার মাপকাঠিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে নির্দিষ্ট কোনো আইনের মাধ্যমে পঞ্জীয়নের ব্যবস্থা করার প্রস্তাব তুলে ধরা হয় রাজ্যিক কমিটির হাতে। তবে উপরোক্ত ৪টি বিশেষ দাবী এবং প্রস্তাব অসম রাজ্যিক সাংবাদিক সংস্থা যথোপযুক্ত বিবেচনা করে অতি শীঘ্রই পদক্ষেপ নেওয়ার আর্জি জানায় বরাক ভ্যালি মিডিয়া ফোরাম এবং মিডিয়া ফোরাম কর্তৃক আশাবাদী উপরোক্ত দাবী নিয়ে শীঘ্রই ফলপ্রসূ করে তুলতে যথোপযুক্ত পদক্ষেপ নেবে রাজ্য কমিটি। এদিনের আয়োজনে গণমাধ্যম বিভাগের মুরব্বী অধ্যাপক ড° চার্বাক “আধুনিকতার যুগে সাংবাদিকতার বিকাশ” শীর্ষক লক্ষ্যে কিছু সময় আলোকপাত করেন।


এদিন সম্মান প্রাপক তমোজিৎ ভট্টাচার্য সাংবাদিকদের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান নিয়ে নির্দিষ্ট কিছু দাবী তুলে ধরেন। উপস্থিত সবাই এদিনের আয়োজনে সাধুবাদ জানান, সংবর্ধনা শেষে সমবেত সঙ্গীত পরিবেশন করে আজকের এই অনুষ্ঠান সূচি সম্পন্ন করেন।পরে দুপুরে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সুষ্ঠু সুন্দর আয়োজন সম্পন্ন হয়।এদিন, আয়োজন সুন্দর ও সফল করতে তৎপর ভূমিকা পালন করে নবগঠিত শিলচর মেহেরপুরের মনুষ্যত্ব এনজিও এবং তপস্যা একাডেমী। এদের নেতৃত্বে কল্যাণী দেব এবং নন্দিতা দে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে আয়োজন সুন্দর করে সাজিয়ে তুলতে একপ্রকারের নির্ণায়ক ভূমিকা পালন করে।


এদিন অসম রাজ্যিক সাংবাদিক সংস্থার পক্ষ থেকে রাজ্যিক সভাপতি জিতু শর্মা রাজখোঁয়া, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র ডেকা, কার্যালয় সম্পাদক সঞ্জীব ডেকা, কার্যকরী সভাপতি মনোজ কুমার বড়ঠাকুর, সহকারী সম্পাদক অমল নাথ,মরিগাঁও জেলা কমিটির সহ সম্পাদক মোহন হাজারিকা , রিঙ্কু কলিতা সহ বরাক ভ্যালি মিডিয়া ফোরাম এর সভাপতি সূধন্যা সিনহা, সাধারণ সম্পাদক সানি রায়, সাংগঠনিক সম্পাদক শুশীল সিনহা,সহ-সভাপতি শুভ সুন্দর দেব চৌধুরী, কার্যকরী সদস্য বিশ্বজিৎ আচার্য্য,তাপস রঞ্জন নাথ,সুরজিৎ দাস,ইকবাল হোসেন চৌধুরী,রবীন্দ্র দাস,সহ অনেকেই এদিন উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত সকলের সক্রিয় সহযোগিতা র জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপস্থিত থাকা সকল সদস্যদের প্রতি।