বন্যার প্রকোপ আগাম বুঝে খাদ্য অসামরিক বিভাগের উল্লেখযোগ্য পদক্ষেপ

যুব বিচিত্রা প্রতিনিধি কাটাখাল,৫জুন: একসঙ্গে তিন মাসের চাল বন্টন করলো খাদ্য সরবরাহ বিভাগ। জুন জুলাই আগস্ট তিন মাসের চাল একসঙ্গে বন্টন করার ফলে বন্যার্তদের ঘরে চাউল সংকট নিরসন হয়েছে। পাঁচগ্রাম – কালিনগর সমবায় সমিতি নিজেই উদ্যোগ নিয়ে ডিলারদের খুঁজ করে একসঙ্গে তিন মাসের চাল বন্টন করতে দেখা গেছে।

এই বন্যার সময়ে অসমে গণ বন্টন বিভাগের উল্লেখযোগ্য পদক্ষেপ এর জন্য কেন্দ্র ও রাজ্য সরকার সহ হাইলাকান্দি খাদ্য সরবরাহ বিভাগ কে এবং জেলা প্রশাসন কে ধন্যবাদ জানায় নবনির্বাচিত প্রতিনিধি সূধন্যা সিনহা। এদিকে পাঁচগ্রাম – কালিনগর গাঁও পঞ্চায়েতের সকল রেশন কার্ড থাকা মানুষের প্রতি আহ্বান সঠিক সময়ে তাদের রেশন সংগ্রহ করার জন্য, এবং যদি কোনো ডিলার রেশন প্রদানে গাফিলতি বা দূর্নীতি র আশ্রয় নেয় অর্থাৎ চাল ১০০ গ্রাম কম দেয় তবে শীঘ্রই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানায় নবনির্বাচিত সূধন্যা সিনহা। মোট কথা দূর্নীতিগ্রস্ত ডিলারদের রেহাই নয় স্পষ্ট বললেন জননেতা সূধন্যা সিনহা। এদিকে কালিনগর সমবায় সমিতির সভাপতি এবং সম্পাদক এর সক্রিয় ভূমিকায় সাধুবাদ জানান সচেতন নাগরিক।