যুব বিচিত্রা প্রতিনিধি, গৌহাটি,৩১ মার্চ: পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরকার তৎপর হতে ই দৌড়ঝাঁপ শুরু শাসক- বিরোধীদের। ইতিমধ্যে রাজ্যের শাসক দল বিজেপি পঞ্চায়েত নির্বাচন নিয়ে কমিটি গঠন সম্পন্ন করেছে।বরাক উপত্যকার দায়িত্বে যারা রয়েছে যথাক্রমে, হাইলাকান্দি তে ইনচার্জ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কো – ইনচার্জ সুব্রত ভট্টাচার্য।
শ্রীভূমি তে ইনচার্জ মন্ত্রী কৌশিক রাই ও এবং কো-ইনচার্জ প্রাক্তন সাংসদ পুত্র কণাদ পুরকায়স্থ।


কাছাড়ে ইনচার্জ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কো – ইনচার্জ বিজেপি মহিলা নেত্রী মুন স্বর্ণকার। সবমিলিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়েছে এবং রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সম্মুখসমরে প্রস্তুতি সবদলের।