যুব বিচিত্রা প্রতিনিধি,নয়া দিল্লি,২৬ মার্চ: অসম পুলিশ কর্তৃক ২৬ মার্চ মাঝরাতে গ্রেপ্তার হওয়া রাজ্যিক স্তরের সিনিয়র সাংবাদিক তথা গৌহাটি প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক দিলোয়ার হুসেন মজুমদার জামিনে মুক্তি পেয়েছেন। গৌহাটি প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মজুমদারকে স্বাগত জানিয়েছে নর্থ ইস্ট মিডিয়া ফোরাম, যারা তার গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছিল।

ফোরামটি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আহ্বান জানিয়েছে যেন সাংবাদিকদের বিরুদ্ধে এসসি/এসটি আইনের সঠিক প্রয়োগ হয় এবং মিথ্যা অভিযোগ এড়ানো হয়।
মজুমদারের প্রতি সংহতি প্রকাশ করেছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, আর এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া পুলিশের এই পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এদিকে অসম রাজ্যিক সাংবাদিক সংস্থার পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে সাংবাদিক দিলোয়ার কে নি:শর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে সংগঠন।
