যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি ২২ জুলাই :- হাইলাকান্দির নবাগত জেলা আয়ুক্ত অভিষেক জৈন এর মতবিনিময় জেলার সাংবাদিকদের সঙ্গে।ডিসি কনফারেন্স হলে এই বৈঠকে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা কমিশনার।বৈঠক উপস্থিত ছিলেন এডিসি,হাইলাকান্দি জনসংযোগ বিভাগের প্রধান আধিকারিক সজ্জাদুর রাহমান মহাশয় সহ জেলার অনেক কর্মরত সাংবাদিকরা। বৈঠকের প্রথমে ডিসি উনার পরিচয় দেন তারপর একে একে উপস্থিত প্রত্যেক সাংবাদিকগন নিজ নিজ পরিচয় দেন। তারপর জেলা কমিশনার বলেন আপনারা

হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকার যেগুলি সমস্যা আছে সেগুলি তুলে ধরেন। অভিষেক জৈন এর আদেশক্রমে সাংবাদিকরা নিজ নিজ এলাকা সহ হাইলাকান্দি জেলা জুড়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন জেলা কমিশনারের কাছে। সমস্যাগুলির মধ্যে রয়েছে রাস্তাঘাটের নির্মাণের অনিয়ম, পানীয়জলের সমস্যা, অনেক স্কুলের পাঠদান সহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম, স্বাস্থ্য বিভাগে অনিয়ম, বন্যাকৃত এলাকায় অনেক বাঁধ ভেঙে গিয়েছে কাজের অনিয়মের জন্য সেখানে স্থায়ী সমস্যার সমাধান করার চেষ্টা করা সহ আরও অনেক সমস্যা তুলে ধরা হয়। ডিসি এই সব সমস্যা নোট করে রাখেন এবং বলেন সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবেন। সবমিলিয়ে নবাগত জেলা আয়ুক্ত সাংবাদিকদের সঙ্গে সব বিষয়ে মতবিনিময় করেন জেলার দায়িত্ব নিয়ে।