পহেলগাম কাণ্ডের তীব্র প্রতিবাদ নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের
যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৩ এপ্রিল: কাশ্মীর ই টার্গেট! একদিকে প্রকৃতির রুদ্র-রুপ, অন্যদিকে নরপিশাচ দের দস্যু রুপ। পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরের পহেলগামে নরদস্যু দের তাণ্ডবে তীব্র প্রতিক্রিয়া র ঝড় উঠেছে। সম্প্রতি, আজ ত্রিপুরা রাজ্যের নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় । উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সকল সাংবাদিক সদস্যগণ। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এক মৌন রেলির আয়োজন করা হয়। রেলিটি নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে কালিদিঘী সংলগ্ন নেতাজি মূর্তির পাদদেশে এসে শেষ হয়। রেলি শেষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয় এবং পহেলগামের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ন্যায় বিচারের দাবি তোলা হয়। সাংবাদিকদের এই প্রতিবাদ শান্তিপূর্ণ হলেও তা ছিল অত্যন্ত দৃঢ় ও বেদনাহত কণ্ঠে উচ্চারিত এক সামাজিক বার্তা। এই প্রতিবাদ কর্মসূচি সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করে তোলা এবং মানবিকতা ও ন্যায়বিচারের দাবিকে আরও শক্তিশালী করার পদক্ষেপ বলা যায়। কাশ্মীরের পশুসুলভ দূর্বৃত্তদের আচরণে তীব্র প্রতিক্রিয়া র ঝড় উঠেছে সমগ্র দেশজুড়ে।