ন্যাশনাল হেরাল্ড দূর্নীতি,মা-পুত্রের শীঘ্রই গ্রেপ্তার দাবীতে উত্তাল প্রতিবাদ শাসকদলের
যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর,১৮ এপ্রিল: ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে আজ ভারতীয় জনতা পার্টির উত্তর জেলা যুব মোর্চার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও ধর্না কর্মসূচি পালিত হয়।বিকাল ৪ টা নাগাদ এই বিক্ষোভ মিছিলটি বের হয়।মিছিলটি ধর্মনগরের কালিদিঘীর পার থেকে শুরু করে ধর্মনগর সেন্ট্রাল রোড, পুরাতন মোটর স্ট্যান্ড সহ ধর্মনগরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় কালিদিঘী সংলগ্ন কংগ্রেস ভবনের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন শেষ হয়। বিক্ষোভকারীদের স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা। এদিনের বিক্ষোভ প্রদর্শনে উত্তর জেলা মহিলা মোর্চার নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় যুব মোর্চা উত্তর জেলা সভাপতি জয়জিৎ শর্মা, সম্পাদক বিশ্বরীক ভট্টাচার্য, স্বদেশ যুব মোর্চা সম্পাদক শুভঙ্কর সাহা, বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস, এবং ৫৬ নং ধর্মনগর কেন্দ্রের বিধায়ক এছাড়াও জেলা মহিলা মোর্চার নেতৃ রুপালি অধিকারী, উত্তর জেলার জেলাপরিষদের সভানেত্রী অপর্না নাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে গ্রেফতার করার দাবি উঠানো হয়। মিছিল শেষে কংগ্রেস ভুবনের সম্মুখে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করা হয়। যুব মোর্চার জেলা সভাপতি জানান, “দেশের আইন সকলের জন্য সমান”। কংগ্রেস নেতৃত্ব দুর্নীতিতে জড়িত থাকলেও এখনো তাঁদের গ্রেফতার করা হয়নি, এটা গণতন্ত্রের জন্য হুমকি।”বিজেপি যুব মোর্চার দাবি, অবিলম্বে সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। পুলিশ সূত্রে জানা গেছে, কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া নেই।