হাইলাকান্দি লালার ছেলে অম্বর মিজোরাম বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ পদক লাভ

যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি,২৮ মার্চ: হাইলাকান্দি জেলার লালার উন্নয়ন খণ্ডের কৈয়া বাগানের ছেলে মিজোরাম বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ পদকে ভূষিত হলো। মিজোরাম বিশ্ববিদ্যালয়ের ১৯তম দীক্ষান্ত সমারোহ অনুষ্ঠানে মিজোরামের রাজ্যপাল ড° বি.কে সিংহের হাত থেকে স্বর্ণ পদকটি গ্রহণ করেন কৃতী পড়ুয়া লালা কৈয়া বাগানের অম্বর পাণ্ডে। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পি.ইউ লালদুহোমা। উল্লেখ্য ২০২৪-এর স্নাতকোত্তর পরীক্ষায় হিন্দি বিষয়ে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে অম্বর এই স্বর্ণ পদক লাভ করেন। তাঁর অর্জিত সিজিপিএ গ্রেড ছিল ৭.২০। অম্বর লালার কৈয়া বাগানের ঘনশ্যাম পাণ্ডের কনিষ্ঠ পুত্র। অম্বরের এই সাফল্যতে পরিবার সহ এলাকায় খুশির জোয়ার উঠেছে। তার এই সাফল্যে শিক্ষক সমাজ এবং বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।