অবৈধ কার্যকলাপ সহ তুলাবাজি – সিন্ডিকেট এবার ডাকাতি কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া র সৃষ্টি।
যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,২৪ মার্চ: কালাইনে দুঃসাহসিক ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত একাধিক ব্যক্তি । কাছাড় জেলার কালাইন বাজার সংলগ্ন পেচাছড়া এলাকায় রবিবার গভীর রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
প্রায় ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল স্থানীয় বাসিন্দা বিনয় দেবের বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করে পালায়। ডাকাতদের হামলায় বিশ্বজিৎ দেব গুরুতর আহত হন এবং প্রতিবেশী লিটন দেবের হাতে গুলি লাগে। আতঙ্ক ছড়াতে ডাকাতরা শূন্যে গুলি চালায় তবে পরিবারের লোকজনের আওয়াজ আটকাতে চিহ্নিত করে পায়ে গুলি চালায়,আহত হন পরিবারের অনেকেই,পরে গা ঢাকা দেয় দু: সাহসিক ডাকাত দল।আহতরা বর্তমানে চিকিৎসাধীন। এখন অবধি খোঁজ নেয়নি স্থানীয় বিধায়ক সহ জনপ্রতিনিধি রা। তবে তৎক্ষণাৎ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তোর নির্দেশে ডগ স্কোয়াড অভিযান চালালেও এখন অবধি দুষ্কৃতীদের কোনো হদিস পাওয়া যায় নি, তবে কাছাড় পুলিশের নেতৃত্বে বিশেষ দল তদন্ত অব্যাহত রেখেছে। দু: সাহসিক এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে , অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়েছে বলে সূত্রের খবর।
কাছাড় পুলিশের অভিযানে কি সাফল্য মিলে এ আশায় স্থানীয় আম-মানুষ।

