বরাক উপত্যকায় একসময় নাটক ছিল সংস্কৃতির প্রাণ। শিলচর রবীন্দ্রভবন এবং অন্যান্য স্থানীয় মঞ্চে বিভিন্ন নাট্যগোষ্ঠী তাদের সৃজনশীল নাটক পরিবেশন করত।
তবে, বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমের আধিপত্যে নাটক দর্শকের অভাবে সংকটে পড়েছে। নাট্য শিল্পীদের পাশে দাঁড়িয়ে, নতুন প্রজন্মকে এই শিল্পে আকৃষ্ট করতে স্কুল-কলেজে নাট্য কর্মশালা এবং নাট্য প্রদর্শনী আয়োজন অত্যন্ত প্রয়োজন।
বরাকের নাট্য আন্দোলন: সময়ের প্রয়াস
