পশ্চিমবঙ্গ পুলিশের চিরুনি অভিযান হাইলাকান্দি তে, সাফল্য
যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি,৯ মার্চ: অভিযুক্তকে গ্রেফতার করতে এসে আক্রমণের মুখে পশ্চিমবঙ্গ পুলিশ। বৃহস্পতিবার রাতে হাইলাকান্দি জেলার আলগাপুরে ঘটেছে এই ঘটনা। এই হামলার ফলে পশ্চিমবঙ্গ পুলিশের দুই জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন। তথ্য অনুযায়ী, প্রায় ৮০ লক্ষ টাকার এক জালিয়াতি মামলায় অভিযুক্ত অসম গণ পরিষদ দলের হাইলাকান্দি জেলা কার্যকরী সভাপতি শরিফ উদ্দিন চৌধুরী ও তার পুত্র মাসুম চৌধুরীকে আটক করতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে আসে পশ্চিমবঙ্গ পুলিশের পাঁচ সদস্যের একটি বিশেষ দল। কিন্তু অভিযুক্তদের গ্রেফতার করতে বাধাপ্রাপ্ত হয় পশ্চিমবঙ্গ পুলিশের দল। অভিযোগ অনুযায়ী, পশ্চিমবঙ্গ পুলিশের দলটি যখন অভিযুক্তদের ধরতে আলগাপুর থানার সামনে যায় তখনই মাসুম চৌধুরী ও তার সঙ্গে থাকা দুষ্কৃতীদের একটি বৃহৎ দল পুলিশকে লক্ষ্য করে আক্রমণ চালায়। দুষ্কৃতীরা লাঠি, ইট-পাথর ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে, যার ফলে পশ্চিমবঙ্গ পুলিশের দুইজন কর্মী গুরুতর আহত হন। আকস্মিক এই হামলায় পুলিশ দল কিছু সময়ের জন্য বিপাকে পড়লেও পরে তারা অভিযুক্ত মাসুম চৌধুরীকে গ্রেফতার করতে সক্ষম হয়। হামলার পর পশ্চিমবঙ্গ পুলিশ আহত দুই জওয়ানকে চিকিৎসার জন্য হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতালে ভর্তি করে। শনিবার সকালে গ্রেফতার হওয়া অভিযুক্ত মাসুম চৌধুরীকে পশ্চিমবঙ্গের চন্দননগর নিয়ে যায় পশ্চিমবঙ্গ পুলিশ।
এদিকে, মাসুম চৌধুরীকে গ্রেফতার করা সম্ভব হলেও জালিয়াতির মূল অভিযুক্ত শরিফ উদ্দিন চৌধুরী এখনও পলাতক। স্থানীয়রা জানায়, মাসুমকে প্রায়ই দামি গাড়িতে ঘুরতে দেখা যেতো। ইনস্টাগ্রামে তার বিলাসবহুল জীবনের ঝলক দেখা যেতো রীতিমতো রিলস ভিডিওতে। ইতিমধ্যে হাইলাকান্দি পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাকে অগপ নেতা শরিফ কে খোঁজার চেষ্টা করছে, তবে এখনও পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। মোটকথা এবার অগপ নেতা শরিফ এর দূর্নীতি বা অর্থ লুন্ঠন শুধু নিজের এলাকা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় বহিঃ রাজ্য পশ্চিমবঙ্গ কে টার্গেট করে শেষমেষ পশ্চিমবঙ্গ পুলিশের জালে।