কাটিগড়া-বদরপুর ৬নং জাতীয় সড়ক সংযোগকারী গ্যামেন সেতুর ভয়াবহ অবস্থায় বড়োসড়ো দূর্ঘটনার সংকেত,নীরব দর্শকের ভূমিকায় জেলা পূর্ত বিভাগ
যুব বিচিত্রা, প্রতিনিধি শিলচর,১৭ ফেব্রুয়ারি: কাটিগড়া-বদরপুর সংযোগকারী গ্যামেন সেতুর রেলিং ভেঙেচুরে বরাক নদীর গর্ভে বিলীন।
সেতুর একটি অংশের বৃহৎ পরিমাণ রেলিং ভেঙে নদীতে তলিয়ে পড়ে, এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গাড়িচালক মহলে।
যেকোনো সময় সেতুটি ধ্বংস হয়ে বড়োসড়ো দূর্ঘটনার আশঙ্কা প্রকাশ স্থানীয়দের।
গত ছয় মাস ধরে সেতুটি জরাজীর্ণ রূপ ধারণ করলেও নির্বিকার সংশ্লিষ্ট বিভাগ
প্রশাসনের তরফে নেই কোনো হেলদোল।
এন.এইচ.আই.ডি.সি.এল (N.H.I.D.C.L) এর তরফে ২০ টনের বেশি ওজনের যানবাহন সেতুটির উপর দিয়ে পারাপারে নিষেধাজ্ঞা জারি করা হলেও কতটুকু কার্যকর হয়েছে ? তা প্রমাণ দিচ্ছে সেতুর বর্তমান অবস্থায়।
এই সেতুর উপর দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মপুত্র উপত্যকার সঙ্গে বরাক উপত্যকা এবং পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা – মণিপুর – মিজোরাম এর সংযোগকারী জাতীয় সড়ক।
শীঘ্রই গ্যামেন সেতুর মেরামত এবং স্থায়ী বিকল্প সেতুর নির্মাণ নিয়ে সরব হয়েছেন কাটিগড়া কংগ্রেসের কর্মকর্তারা। শীঘ্রই বিকল্প সেতু নির্মাণ না হলে বন্ধ হবে আন্তঃরাজ্যের যোগাযোগ।