চল্লিশ বছর পর পরিবারে কন্যা সন্তানের জন্ম, আনন্দে মেতে উঠলো পরিবার। ফুল দিয়ে সাজানো বিলাসবহুল গাড়িতে করে নবজাতক কন্যাকে নিয়ে যাওয়া হল ঘরে

বিরল ঘটনায় কন্যা সন্তানের জন্ম কে উৎসাহিত করা হয়েছে, কন্যা সন্তান ই যে ঘরের লক্ষী তাঁর ই নিদর্শন দিলেন কাটিগড়ার লস্কর পরিবার

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,১৮ ফেব্রুয়ারি: বেটি বাচাঁও, বেটি পড়াও – এই আদর্শকে বাস্তবে রূপ দিয়েছে কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের এক পরিবার।

চল্লিশ বছর পর কন্যা সন্তানের জন্ম হওয়ায় উচ্ছ্বাসে মেতে উঠেছেন কাছাড় জেলার কাটিগড়া তৃতীয় খণ্ডের বাসিন্দা জাবেদ আহমেদ লস্কর ও ঝুমা বেগম লস্করের পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, কাটিগড়া মডেল হাসপাতালে ঝুমা বেগম লস্কর একটি কন্যা সন্তানের জন্ম দেন। মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছেন।

হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর এক আনন্দঘন মুহূর্তে বিলাসবহুল গাড়ি ফুল দিয়ে সাজিয়ে নবজাতক কন্যা ও তার মাকে ঘরে নিয়ে যাওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, বর্তমান সমাজে অনেকেই কন্যা সন্তানকে অবহেলা করেন, কিন্তু তারা মনে করেন কন্যা সন্তান ই ঘরের লক্ষী।

চল্লিশ বছর পর তাদের ঘরে কন্যার জন্ম হয়েছে, যা তাদের জন্য এক অপার আনন্দের মুহূর্ত। পরিবারের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এই খুশির মুহূর্তে শুভেচ্ছা ও আশীর্বাদ জানাতে দেখা যায়।

এই বিরল ঘটনা সমাজের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকলো, যেখানে কন্যা সন্তানের গুরুত্বকে উৎসাহিত করা হয়েছে।

এই বিরল অভ্যর্থনা সমাজ কে বার্তা দেয় কন্যা হোক আর পুত্র সন্তান হোক সব ই ঈশ্বরের দান , তাই মানব সভ্যতার অতীত ভুলে গেলে চলবে না , সম অধিকারে ঈশ্বরের দান গ্রহণ করতে অবহেলা না করাই যেন সভ্যতার পরিচয় হয়। এমনটাই বার্তা দিলো এই ঘটনায়।