শিলচর-ভৈরবী যাত্রীবাহী ট্রেনে দুষ্কৃতীদের পাথর নিক্ষেপ, জখম তিন যাত্রী

যুব বিচিত্রা, প্রতিনিধি, হাইলাকান্দি, ১৬ ফেব্রুয়ারি: শিলচর থেকে ভৈরবীগামী যাত্রীবাহী ট্রেনে দুষ্কৃতীদের পাথর নিক্ষেপের ঘটনায় এক শিশু সহ দুই জন যাত্রী জখম হয়েছেন।


ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যারাতে, মনাছড়া রেল স্টেশন অতিক্রম করার সময়। এ-ঘটনায় ট্রেনে যাতায়াতকারী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, এদিন যাত্রীবাহী ট্রেনটি মনাছড়া স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই দুষ্কৃতীরা ট্রেনে আচমকা রেল লাইনে থাকা পাথর ট্রেনের গ্লাসে নিক্ষেপ করে। এতে ট্রেনের জানালার গ্লাস ভেঙে সিটে বসা যাত্রীদের মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এতে এক যুবক ও এক শিশুর মাথা ফেটে রক্ত ঝরে চলতি ট্রেনে। জানালার গ্লাস চূর্ণবিচূর্ণ হয়ে সিটের উপর পড়ে। জখম যুবক হাইলাকান্দি রেল স্টেশন থেকে ট্রেনে উঠেন অপরদিকে শিশুটি তার মায়ের সঙ্গে শিলচর থেকে জামিরা যাওয়ার পথে ছিল। আচমকা বিকট শব্দে ট্রেনের জানালার গ্লাস চূর্ণবিচূর্ণ হয়ে যাত্রীদের উপর পড়ায় কামরায় থাকা যাত্রীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়। যুবকটির মাথা ফেটে রক্ত ঝড়তে থাকে। জখম দুই যাত্রীর নাম জানা যায়নি। জানা গেছে, মনাছড়া রেল স্টেশন ছাড়ার পর আয়নাখাল আমালার মধ্যবর্তী এলাকায় পাথর নিক্ষেপের ঘটনাটি ঘটে। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি ট্রেনে পাথর নিক্ষেপকারীদের শনাক্ত করে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য রেল বিভাগ সহ রেল পুলিশ এবং অসম পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন ট্রেনের নিত্যযাত্রীরা।