যুব বিচিত্রা , প্রতিনিধি, ধর্মনগরঃ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অসম-ত্রিপুরা সীমান্তের বাগবাসা নাকা পয়েন্টে একটি TR 01D 2495 নম্বরের মেক্স গাড়ি থেকে বাঘবাসা থানার পুলিশ অভিযান চালিয়ে করে ৫ পেকেটে প্রায় ৫০ হাজার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। সাথে আটক করা হয় এক কুখ্যাত নেশা কারবারীকে। নেশা কারবারীর নাম মোতালেক মিয়া, বাবার নাম মহান মিয়া,তার বাড়ি ত্রিপুরা রাজ্যের সিপাহীজলার জেলার কাঠালিয়া এলাকায়। উক্ত ঘটনায় উত্তর জেলার পুলিশ সুপার অভিনাস রাই জানান, বাঘবাসা থানার পুলিশের কাছে আগে থেকে খবর ছিল চুরাইবাড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে TR01D 2495 নম্বরের একটি মহিন্দ্র ম্যাক্স গাড়ি নেশা সামগ্রী নিয়ে যাবে। সেই মোতাবেক বাঘবাসা থানার অফিসার ইনচার্জ বাঘবাসা নাকা পয়েন্টে উৎপেতে বসে। দুপুর ১:৩০ নাগাদ গাড়িটি যখন বাগবাসা নাকা পয়েন্টের সামনে আসে সঙ্গে সঙ্গে গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয়। পুলিশ সুপার জানান উদ্ধারকৃত নেশা জাতীয় ট্যাবলেটের কালো বাজার মূল্য প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা হবে। আটককৃত নেশা কারবারী মোতালেক মিয়ার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করা হয় এবং শুরু হয়েছে তদন্ত। বেরিয়ে আসতে পারে আসল রহস্য কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত।
অসম-ত্রিপুরা সীমান্তে ফের জব্দ বৃহৎ পরিমাণ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট
