দেশের ১ নম্বর ক্লাবই বেছে নিলাম’, সবুজ-মেরুনে ২০ বছরের ‘হার্টথ্রব’! আজই নামছেন মাঠে

ক্রীড়া প্রতিবেদক, ২৫ জুলাই :- রক্ষণের সঙ্গে উইংয়েও শক্তি বাড়িয়ে ফেললেন হোসে মোলিনা! সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে ফেললেন এই মুহূর্তে দেশের অন্যতম চর্চিত ফুটবলার। গত মঙ্গলবার বিকালে প্রায় সকলের অলক্ষ্যে কলকাতা বিমানবন্দরে পা রেখেছিলেন তিনি। যদিও তাঁর আগমনের ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল দুপুরে মোহনবাগান (Mohun Bagan Super Giant) সুপার জায়ান্ট প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিল যে, হোসে মোলিনার দলের শক্তি বাড়াতে চুক্তিবদ্ধ হলেন অভিষেক টেকচাম সিং (Tekcham Abhishek Singh) ওরফে অভিষেক সিং। ২০ বছরের এই মণিপুরি ডিফেন্ডারকে এখন দেশের অন্যতম সেরা ফুটবল প্রতিভা হিসেবেই দেখা হচ্ছে। এই অল্প বয়সেই নজর কেড়েছেন ‘হার্টথ্রব’ অভিষেক। শুভাশিস বসু, দীপেন্দু বিশ্বাস, টম আলড্রেড ও অ্যালবার্টো রডরিগেজদের ঘরানার ফুটবলার কিন্তু লেফট এবং রাইট ব্যাক, দুই পজিশনেই সাবলীল। পাশাপাশি উইংয়ে খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর।