কালিনগর সারদা চরণ দে কলেজের উদ্যোগে পথ সুরক্ষা মাস অনুষ্ঠিত

শুশীল কুমার সিনহা, বদরপুর,৩১ জানুয়ারি: হাইলাকান্দি জেলা পরিবহন বিভাগের ব্যবস্থাপনায় জেলার প্রতিটি প্রান্তে “পথ সুরক্ষা মাস” অনুষ্ঠিত হচ্ছে।আর এই উদ্যোগ কে সাড়া দিয়ে সামাজিক দায়বদ্ধতা দেখালো কালিনগর সারদা চরণ দে কলেজ কর্তৃপক্ষ। কলেজের পক্ষ থেকে শুক্রবার ৩১ শে জানুয়ারি সকালে “পথ সুরক্ষা মাস” অনুষ্ঠিত করতে দেখা যায়। এদিনের আয়োজনে সাড়া দিয়ে সহযোগিতা করেন কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বদরুল হক লস্করের নেতৃত্বে একটি দল। এদিন কলেজ পড়ুয়ারা শিলচর – বদরপুর ৩৭ নং জাতীয় সড়কে নেমে সচেতনামূলক নিত্যচলা স্কুটার – বাইক, অটোরিকশা সহ অন্যান্য যানবাহনের পারমিট, লাইসেন্স,জুতা পরিধান,সঠিক নিয়মমতো সিট বেল্ট, স্পিড,বাইক আরোহীর হেলমেট এসব খুঁজিয়ে দেখেন। সহযোগ করতে দেখা যায় কলেজের সকল পড়ুয়াদের। এদিন “পথ সুরক্ষা মাস” এ সামিল ছিলেন কলেজের অধ্যক্ষ শ্রীমতি সম্পা দেব কানুন গো,যোগ প্রশিক্ষক মিঠুন সরকার,এন.এস.এস বিভাগের কোঅর্ডিনেটর শঙ্কর কুমার দাস সহ অনেকেই।