যুববিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি,৩১ জানুয়ারি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং জলসেচ মন্ত্রী অশোক সিংহল গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামো উন্নত করার নির্দেশ দিয়েছেন। ৩০ এবং ৩১শে জানুয়ারি বৃহস্পতি ও শুক্রবার হাইলাকান্দি এবং কাছাড় জেলা প্রশাসকের কার্যালয়ে, স্বাস্থ্য বিভাগের এক পর্যালোচনা সভায় বলেন, গ্রামীণ হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবা উন্নত না হলে জেলা স্তরের হাসপাতালগুলির উপর বেশি চাপ পড়ে। ফলে জেলাস্তরের হাসপাতাল গুলিতে উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রয়াস করতে হবে। জেলা স্বাস্থ্য পরিসেবা আরও উন্নত করতে বিভাগীয় আধিকারিকদেরকে কড়া নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন প্যারামিটারে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি হাইলাকান্দি জেলা,একই অবস্থা জেলা কাছাড়েও। হাইলাকান্দি জেলার বৈঠকে বিধায়ক সুজামউদ্দিন লস্কর মন্ত্রীকে অনুরোধ করেন কাছারিতল ও রামচণ্ডী হাসপাতালে ডাক্তার নিয়োগের জন্য । বিধায়ক জাকির হোসেন লস্কর হাইলাকান্দির কিছু ওষুধের দোকানে নকল ওষুধ বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন। এ সভায় হাইলাকান্দির ডিডিসি এল্ডার্ড ফাইরিম ও জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী সিংহল হাইলাকান্দি শহরের এস কে রায় হাসপাতাল পরিদর্শন করেন এবং ওষুধপত্রের মজুত ভান্ডার খতিয়ে দেখেন।
এদিকে কাছাড় জেলা প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক শেষে রোগীদের সুবিধার্থে একটি নম্বর 9864541430 চালু করেন। যেটি হলো সবধরনের অভিযোগ, চিকিৎসা সংক্রান্ত যেকোনো গাফিলতি সহ তথ্যভিত্তিক স্বাস্থ্য বিভাগের অভিযোগ তুলে ধরার একটা সহজ উপায় বললেন মন্ত্রী অশোক সিংহল।আজ কাছাড় জেলার বেশকটি স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন মন্ত্রী অশোক সিংহল।